DIGITAL

June 5, 2023

APTCE 18538973148

লক্ষীপুর মহকুমার নূতন মহকুমাশাসক দায়িত্ব সমঝে নিলেন

 নিজস্ব সংবাদদাতা লক্ষীপুর 6 ই ফেব্রুয়ারী— গত বৃহস্পতি বার লক্ষীপুর মহকুমার নূতন মহকুমাশাসক হিসেবে দায়িত্ব সমঝে নিলেন  আর এল, থা ঙ । পূর্ব তন মহকুমাশাসক এল খি ঙ তে সুনামের  সহিত দীর্ঘদিন এই মহকুমায় কাজ করে গেছেন  । আসামের প্রশাসনিক বিভাগ তাঁকে  অন্যত্র বদলি করেছেন এবং তার স্থলে করিম গঞ্জ জেলার অতিরিক্ত জেলাশাসক শ্রীমতী আর,  এল থা ঙ কে লক্ষীপুর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমাশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে । গত বৃহস্পতি বার  আনুষ্ঠানিক ভাবে তিনি এল, খি ঙ তে র হাত থেকে দায়িত্ব সমঝে নেন ।

                      নবাগতা মহকুমাশাসক কে লক্ষীপুর মহকুমার বিভিন্ন দল সংগঠন অভিনন্দন জানিয়েছেন ।এই খবর লক্ষীপুর থেকে অসীম রায় পাঠিয়েছেন ।