DIGITAL

November 28, 2023

APTCE 18538973148

বড় খলা সমষ্টি র জয়নগর ই, এন, ডি মূখে অনুষ্ঠিত হল কংগ্রেসের এক চিন্তন সভা

 

বিশেষ প্রতিবেদন 7 ই ফেব্রুয়ারি— বহু চর্চিত কংগ্রেসের স্থানীয় সংখ্যালঘু প্রার্থী র দাবিতে আজ বড় খলা বিধানসভা সমষ্টি র জয়নগর এ, কে, আজাদ মেমোরিয়াল স্কুলে বড় খলা ও শাল চাপ রা উন্নয়ন খণ্ডের প্রাক্তন ও নবীন পোড় খাওয়া কংগ্রেস কর্মীদের এক গুরুত্ব পূর্ণ সভা অনুষ্ঠিত হয় । অবশ্য এর আগে সেই একই ধরনের আরেকটা সভা বালি ঘাটে অনুষ্ঠিত হয়েছে , সেই সভার সিদ্ধান্ত মতে আজকের এই সভা আহ্বান করা হয়েছে বলে জানা গেছে । আজকের এই সভার অপরিসীম গুরুত্ব বেড়ে গেছে , শুধু মাত্র চার অক্ষরের সংখ্যালঘু শব্দ কে বিকৃত করে আজ কদিন থেকে বড় খলা বিধানসভা এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে এক ভূল বার্তা যে এখানে যে সভা আহ্বান করা হয়েছে সেটা এক বিশেষ ধর্মীয় গোষ্ঠীর প্রার্থীর সমর্থনে , সামাজিক মাধ্যমে ও প্রকাশ পেয়েছে । কিন্তু এই প্রতিবেদক আজকের চিন্তন সভার ব্যানারে সংখ্যালঘু মুসলমান কোন শব্দ দেখতে পাননি , বরং সভাস্থলে দেখতে  পান  উপস্থিত হয়েছেন  বিরাট সংখ্যক অ মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় ।এককথায় আহ্বায়ক মণ্ডলীর প্রতি যে আমজনতার অগাধ বিশ্বাস আছে তা আজকের সভায় পরিলক্ষিত হয়েছে ।

                 সভার আহ্বায়ক মণ্ডলীগন সভার উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন । এভাবে যে সমগ্র বড় খলা এলাকার কংগ্রেস কর্মী গন আজকের সভায় উপস্থিত হবেন সেটা একুশের র্নির্বাচনের এক  ট্রে লার বলে রাজনৈতিক বিশ্লেষ ক গন মনে করছেন ।আজকের সভা শুরু হবার পূর্বে আহ্বায়ক মণ্ডলীর পক্ষে  হি ফ জুর রহমান সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে  এক এক করে সকল সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের মঞ্চে আসার আহবান জানান । এই সময়ে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় । প্রাক্তন  কৃষি বিপণন বোর্ডের সহ সভাপতি আব্দুল মজিদ লস্কর   কে আজকের এই চিন্তন সভার সভাপতি নিযুক্ত করা হয় । তারপর আনুষ্ঠানিক ভাবে এক এক বক্তা তাদের অভিমত প্রকাশ করে বক্তব্য রাখেন । এখানে উল্লেখ্য যে কোন বক্তা  নির্দিষ্ট করে কোন প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন নাই ।প্রবীন কংগ্রেস নেতা ইসলাম উদ্দিন চৌধুরী বলেন  আজকের এই সভা বানচাল করার জন্য অনেক নবাগত তথা কথিত কংগ্রেস নেতা যে ভাবে রং চড়াতে চেয়েছিলেন তার   ই এলাকায় অনুষ্ঠিত চিন্তন সভা প্রমান করে দিলো আমজনতা কি চান ।অন্য এক সূত্রে জানা গেছে  দু দিন ধরে বিভিন্ন আহ্বায়ক দের বাড়িতে গিয়ে  তাদের বাগে আনার চেষ্টা করা হয়েছে কিন্তু সব উপেক্ষা করে আজ বেশ কিছু মণ্ডল কংগ্রেসের সভাপতি তথা যুব কংগ্রেসের সদস্যরা  উপস্থিত হয়ে সভার সৌন্দর্য বৃদ্ধি করেছেন ।এদিকে  আহ্বায়ক মণ্ডলীদের অনেকে নাম ধারী কংগ্রেস নেতা বলে আখ্যায়িত করেছিলেন , কিন্তু আজকের এই সভায় যাদেরকে দেখা গেছে  সবাই পোড় খাওয়া কংগ্রেস কর্মী , তাই তাদের সবার একই কথা স্থানীয় সংখ্যালঘু প্রার্থী কে দিলে এই আসন উদ্ধার করা সম্ভব হবে ।সভায় আতা উর রহমান বড় ভূঁইয়া বলেন যে আমজনতার দাবিকে উপেক্ষা করে প্রার্থী দেওয়া হলে কোন মতেই মেনে নেওয়া যাবে না ।দিলীপ সিং ছেত্রী তার বক্তব্যে তুলে ধরেন স্থানীয় সংখ্যালঘু প্রার্থী র  যৌক্তিকতা ।প্রত্যেক বক্তা বড় খলা আসনে উপযুক্ত প্রার্থী দিতে জেলা কংগ্রেস সভাপতি কে  জোরালো।দাবি জানান ।

              আজকের এই সভায়   উপস্থিত ছিলেন ইসলাম উদ্দিন চৌধুরী , তাজ উদ্দিন মজুমদার , হাজী ফখরুল ইসলাম বড় ভূঁইয়া , দিলীপ সিং ছেত্রী , তাহের লস্কর, আতা উর রহমান , বিজয় দাস  সহ  প্রাক্তন ও বর্তমান   বিভিন্ন   পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা ।