DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

পয়লা পুল নেহরু কলেজের এন, সি,সি র প্রশংসা পত্র বিতরন অনুষ্ঠান

 অসীম রায়  লক্ষীপুর 10 ই ফেব্রুয়ারি —- গত আট ফেব্রুয়ারি পয়লা পুল নেহরু কলেজের এন, সি, সি ক্যাডেট দের উল্লেখ যোগ্য পারদর্শিতা র জন্য তাদেরকে প্রশংসা পত্র প্রদান করে তাদের সংবর্ধিত করা হয় ।এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাডেট দের হাতে প্রশংসা পত্র তুলে দেন কলেজের অধ্যক্ষ  ডঃ র্পূর্ণেন্দু  কুমার , ডঃ শুভজিৎ চক্রবর্তী সহযোগী অধ্যাপক  রাজনীতি বিভাগ , ডঃ আর পি গোয়ালা এইচ , ও, ডি হিন্দি বিভাগ প্রমুখ ।