DIGITAL

November 28, 2023

APTCE 18538973148

বিহাড়া যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র গঠন নিয়ে ব্যাপক চর্চা

 

 

 

 বিশেষ প্রতিনিধি বি হাড়া 11 ই ফেব্রুয়ারি— আজ বি হাড়া যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের  আসন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গঠনের উদ্দেশ্যে এক সভা অনুষ্ঠিত হয় । কাছাড়ের বিদ্যালয় সমূহের পরিদর্শক সামিনারা ইয়াসমিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরীক্ষা কেন্দ্র গঠনের উপর বিশদ আলোচনা করে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন । আজকের এই সভার আয়োজন যে কোন রাজনৈতিক সভার চাইতে কম ছিলনা । সভার উপস্থিতি আপাত দৃষ্টিতে তাকালে মনে হবে কোন রাজনৈতিক দলের মহিলা মোর্চার সভা । 

                     সভায় উপস্থিত বিশিষ্ট সমাজ সেবি তথা শিক্ষা বিদ্  রবীন্দ্র নারায়ণ আচার্য  পরীক্ষা কেন্দ্র গঠনের চাইতে স্কুলের স্থায়ী অধ্যক্ষ নিযুক্তি র উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন । তিনি বলেন আজ দীর্ঘদিন ধরে  অধ্যক্ষ বিহীন থাকায় এই স্কুলের  শিক্ষার পরিবেশ  তলানিতে ঠেকেছে ।  একদা এই শিক্ষা প্রতিষ্ঠানের যে সুনাম ছিল আজ আর তা নেই । কানাই লাল ভট্টাচার্য বলেন আজকের এই সভার জন্য ব্যাপক ভাবে প্রচার করা হয় এমনকি জনৈক শিক্ষক ঘরে ঘরে গিয়ে আজকের সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন , তিনি বলেন আজকের এই সভার এমন কি গুরুত্ব যে পাঁচ শতাধিক পত্র পাঠিয়ে নেমন্তন্ন করতে হলো , অবশ্য তাদের নেমন্তন্ন  পুরুষ অভিভাবক গন রক্ষা করতে না পারলে ও বাড়ির মহিলাদের পাঠিয়ে রক্ষা করেছেন , আজকের এই সভার মহিলাদের দের উপস্থিতি  চোখে পড়ার মতো ছিল  ।যেমনটা কোন রাজনৈতিক দলের মহিলা মোর্চার সভায় সাধারণত দেখা যায় । মঞ্চে উপবিষ্ট বক্তা দের  বক্তব্যের পর যেভাবে হাত তালি দিয়ে সমর্থন করা হয় ঠিক তদ্রূপ আজকের সভায় উপস্থিত সংবাদ মাধ্যমের কর্মী দের চোখ এড়িয়ে যায় নি এই দৃশ্য ।

                  আমাদের প্রতিনিধি আরও জানিয়েছেন বিগত দুই বছর ধরে এই পরীক্ষা কেন্দ্রের ফলাফল অতি নিকৃষ্ট মানের বললে অত্যুক্তি হবে না । গেলো বছর এই কেন্দ্রের ফলাফল নিয়ে যেমন কোন বক্তা তেমনি কোন অভিভাবক টু শব্দ করেন নি , প্রশ্ন উঠেছে কি জন্য  অভিভাবক গন  সেখানে উপস্থিত হলেন ,  পরীক্ষা কেন্দ্র  কমিটি গঠন  করলে কি হবে ?  যদি ছাত্র ছাত্রীদের উপযুক্ত করে তোলা না যায়  ।আজকের সভায় উপস্থিত স্কুল পরিদর্শক বিগত বছর বস্তা বস্তা নকল ধরে নিয়ে গিয়েছিলেন তা  কারো কাছে অজানা নেই , তাই এবার সচেতন মহল মনে করেছিলেন  এবার নিশ্চয়ই   পরিদর্শক মহাশয়া দৃঢ় পদক্ষেপ নিতে চেষ্টা করবেন । আজকের সভায় একটা জিনিস পরিলক্ষিত হয়েছে   যে এই স্কুলের  অধ্যক্ষ নিয়ে এক চাপা উতরাই আছে , প্রশ্ন উঠেছে যেহেতু  এই স্কুলে সিনিয়র শিক্ষক  আছেন সেখান থেকে পরিদর্শক কেন নাম সুপারিশ করে শিক্ষা সঞ্চালকের কাছে পাঠান না ।এখানে উল্লেখ করা প্রয়োজন এই শিক্ষা প্রতিষ্ঠানে পূর্বে ও অধ্যক্ষ নিয়ে বাধ সেজেছিল  , সেই ধারা এখনও অব্যাহত আছে বলে শিক্ষা দরদী গন   মনে করেন ।

                 অবশেষে  পল্লবী সিনহা কে আনুষ্ঠানিক ভাবে পরীক্ষা কেন্দ্র কমিটির সভাপতি নির্বাচিত করে এক শক্তিশালী কমিটি গঠন করা হয় হয় । আজকের এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবি ইসলাম উদ্দিন চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিরা ।