DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

যান জট নিরসনে উদার বন্দ পুলিশের সভা


নিজস্ব সংবাদদাতা উদার বন্দ 13 ই ফেব্রুয়ারি— ব্যস্ততম উদার বন্দ বাজার এলাকার যান জট নিত্য নৈমিত্তিক হয়ে গেছে । অভিযোগের অন্ত নেই , সাধারণ জনতা সহ স্কুল পড়ুয়াদের চলাচলে বিঘ্ন ঘটে । আজ উদার বন্দ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব কুমার দাসের উদ্যোগে এই যান জট কাটাতে এক সভার আয়োজন করা হয় । সভায় আশা কর্মী সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা তথা বিশিষ্ট নাগরিক গন উপস্থিত ছিলেন ।

সভায় উপস্থিত সদস্য গন উদার বন্দ এলাকায় সংগঠিত বিভিন্ন অসামাজিক কার্যকলাপ নিয়ে আলোচনা করেন। এসব নিয়ে ভারপ্রাপ্ত আধিকারিক ওয়াকিবহাল আছেন বলে সভায় মত ব্যক্ত করেন এবং এই ধরনের ঘটনা যাতে আগ বাড়িয়ে যেতে না পারে তার জন্য আপামর জনসাধারণের সাহায্য ও সহযোগিতা কামনা করেন । সভায় গ্রাম রক্ষী বাহিনীর সম্পাদক গন উপস্থিত ছিলেন , তাদেরকে আরও সক্রিয় হতে আহবান জানানো হয় । তিনি পুলিশের টহল দারি আরও বৃদ্ধি করে যান জট সহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ বন্ধ করার আশ্বাস দেন ।উদার বন্দ পুলিশের এই ধরনের উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের নাগরিক গন ।