
ইউসুফ আলী বড় ভূঁইয় 13 ই ফেব্রুয়ারি শিলচর —– উদার বন্দ তৃতীয় খণ্ডের ঐতিহাসিক পান গ্রামের সৈয়দ বাড়ির বাৎসরিক ইছা লে ছ ওয়া ব অনুষ্ঠান আগামী কাল সকাল চার ঘটিকা থেকে শুরু হবে ।আজ অনুষ্ঠান স্থলে এই প্রতিবেদক গিয়ে পৌঁছলে দেখেন আয়োজক গন জোরকদমে আগামী কালের এই মহতী অনুষ্ঠানের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন ।তাদের একমাত্র উদ্দেশ্য আগামীকাল সুষ্ঠ ও সুন্দর ভাবে যেন এই অনুষ্ঠান সম্পন্ন হয় ।এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপামর জনসাধারণ কে অনুরোধ জানানো হচ্ছে ।এখানে উল্লেখ্য যে এই সৈয়দ বাড়ি উদার বন্দ এলাকার এক ঐতিহাসিক স্থল , এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসেন ।