ইউসুফ আলী বড় ভূঁইয়া 14 ই ফেব্রুয়ারি শিলচর—- প্রতি বৎসরের মতো এবারও উদার বন্দ লাঠি গ্রাম ফয় জুল উলু ম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মহ ফিল অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তা বিদ্ মৌলানা ছা রি মুল হক সাহেব । এই প্রতিবেদক তাঁকে আসামের মাদ্রাসা বন্ধের ব্যপারে প্রশ্ন করলে তিনি বলেন ভারতের কোন রাজ্যে মাদ্রাসা বন্ধ করার জন্য ভারত সরকার পদক্ষেপ গ্রহন করেন নি , শুধু মাত্র আমাদের আসাম রাজ্যে বন্ধ করার জন্য সরকার ওঠে পড়ে লেগেছে । তিনি এই পদক্ষেপের মধ্যে রাজনীতির রহস্য আছে বলে মনে করেন । তিনি বলেন এই ব্যাপার গুলো নিয়ে আলোচনা করে আদালতের দ্বারস্থ হবেন বলে দৃঢ় অঙ্গীকার করেন।