DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

বাগান শ্রমিকের মৃত্যু নিয়ে চণ্ডী ঘাট বাগানে উত্তেজনা

ইউসুফ আলী বড় ভূঁইয়া 18 ই ফেব্রুয়ারি —-গতকাল উদার বন্দ সমষ্টি র চণ্ডীঘাট বাগানের শ্রমিক বিমল তাঁতী বাগানে কাজ করার সময় হঠাৎ অসুস্থ তা বোধ করলে সঙ্গে সঙ্গে বাগানের হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে চিকিৎসক না থাকায় অসুস্থ বিমল কে অন্যত্র চিকিৎসা করাতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি কারন বাগানে রোগী বহন কারী কোন গাড়ি নেই , ফলে বিমলের মৃত্যু হয় ।

সূত্রের দাবি বাগানের স্বাস্থ্য পরিষেবার গাফিলতির জন্য বিমল তাঁতী র মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন বাগানের শ্রমিক গন ।এদিকে বাগান শ্রমিক বিমল তাঁতী র মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেছেন আসাম জাতীয় পরিষদ দলের উদার বন্দ আঞ্চলিক কমিটির সভাপতি আইনুল হক লস্কর সহ মানিক বড ভূঁইয়া , আজমল হোসেন প্রমুখ , তারা সংবাদ সম্মেলনে বলেন যে কর্তব্যরত অবস্থায় এই শ্রমিকের মৃত্যু হয়েছে তাই তার পরিবার কে নগদ দশ লক্ষ টাকা প্রদান করে এই পরিবারে একজন কে সরকারি চাকরি দেওয়ার জন্য দাবি জানান ।