ফখরুল ইসলাম লস্কর 19 শে ফেব্রুয়ারি কালা ইন— ERC চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত করে সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদেরকে সুলভ মূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজে হাত দিয়েছে । তাদের এই মহান কাজের জন্য ইতিমধ্যেই এই প্রতিষ্ঠান এক উল্লেখ যোগ্য স্থান করে নিয়েছে ।এর আগেও কাঠি গড়ার বিভিন্ন এলাকায় এধরনের শিবিরের আয়োজন করা হয়েছিল ।
গতকাল কালা ইন সুন্দা উরা 1386 নং প্রাথমিক বিদ্যালয়ে এই হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে এক চক্ষু শিবিরের আয়োজন করা হয় ।এই শিবিরে ব্যাপক সাড়া মিলেছে প্রায় শতাধিক ব্যক্তির চোখ পরীক্ষা করা হয় এবং তাদেরকে সুলভ মূল্যে চশমা প্রদান করা হয় , তন্মধ্যে দশ জন রোগীকে বিনামূল্যে চোখ অপারেশন করার জন্য হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিত হাসপাতাল কর্তৃপক্ষ । গতকালের এই শিবিরে উপস্থিত ছিলেন ERC হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ম্যানেজার জয়ন্ত দে ও BT পি , হালদার মহাশয় । তাদের এধরনের শিবিরের আয়োজন করায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তি গন সন্তোষ প্রকাশ করেছেন ।