
নিজস্ব সংবাদদাতা বড় খলা 22 শে ফেব্রুয়ারি—- প্রতি বছরের মতো এবারও কাছাড় ডেভলপমেন্ট সোসাইটির বার্ষিক ক্রিকেট প্রতিযোগী তার ফাইনাল খেলা গতকাল হরিণ ছড়া ইট ভাটা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় । গতকালের এই ফাইনাল খেলায় অংশ নেয় জার ইল তলা ভোলা নাথ টিম এবং হরিণ ছড়া পারফেক্ট টিম ।
প্রতিযোগী তা শুরুর আগে উভয় পক্ষের খেলোয়াড় দের সাথে পরিচয় করেন উপস্থিত আমন্ত্রিত অতিথি বৃন্দ । মোট 12 অভারে র 9A সাইড খেলার আনন্দ উপভোগ করতে প্রচুর জনসমাবেশ হয় । আজকের এই ফাইনাল খেলায় বিজয়ীর খেতাব অর্জন করে হরিণ ছড়া পারফেক্ট টিম । বিজয়ী দলের হাতে ট্রফি ও নগদ দুই হাজার টাকা এবং পরাজিত টিমের হাতে রানার্স ট্রফি ও নগদ এক হাজার টাকা তুলে দেন উপস্থিত অতিথি গন । আজকের এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হন পীযুষ দাস , তাকে ও পুরস্কৃত করা হয় ।আজকের এই সমগ্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সম্পাদক ফখরুল ইসলাম লস্কর । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি বড় খলার প্রাক্তন বিধায়ক ডঃ রুমী নাথ অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরু ল ইসলাম বড় ভূঁইয়া , বিশিষ্ট কংগ্রেস নেতা ইন্তা জুর রহমান লস্কর , বড় খলা বি সি সি আই সভাপতি ঝন্টু সরকার , সম্পাদক সেবক পাল ও বিজয় কুমার শর্মা প্রমুখ ।