নিজস্ব সংবাদদাতা গুয়াহাটি 25 শে ফেব্রুয়ারি– অবশেষে বড় খলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের টিকিট সংখ্যালঘু প্রার্থী কে প্রদান করার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতির দরবারে হাজির হলেন বড় খলা সমষ্টি র বিশিষ্ট কংগ্রেস নেতা ও কর্মী গন । এবার এই প্রথম বড় খলা সমষ্টি থেকে কংগ্রেসের টিকিট সংখ্যালঘু ও স্থানীয় একজন কে দেওয়ার দাবি উঠল , তা নিয়ে জোরদার চর্চা হয়েছে ।পরপর দু দুটো সভা করে সংখ্যালঘু প্রার্থী কে টিকিট প্রদান করা নিয়ে প্রবীন ও নবীন কংগ্রেস কর্মীদের মতামত সংগ্রহ করে এক ঐক্য মত গড়ে প্রদেশ কংগ্রেসের সভাপতির হাতে আজ অগণিত কর্মীদের স ই সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন বড় খলা সমষ্টি র বিশিষ্ট কংগ্রেস কর্মী গন ।
আজকের প্রতিনিধি দলের আশা প্রদেশ সভাপতি দলের স্বার্থে তাদের দাবি কে গুরুত্ব প্রদান করবেন ।