DIGITAL

June 9, 2023

APTCE 18538973148

পরীক্ষার তারিখ পরিবর্তন করার দাবি জানালো লক্ষীপুরের পড়ুয়া রা


লক্ষীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন 27 শে ফেব্রুয়ারি —— করোনা সংক্রমণের ঝুঁকি এখনও সামলে উঠতে পারেনি , বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছে ছাত্র ছাত্রীরা ,ঠিক সেই মুহূর্তে আসাম বিশ্ব বিদ্যালয় কতৃপক্ষ টিডি সি অ ড সেমিষ্টার পরীক্ষা আগামী নয় মার্চ অনুষ্ঠিত করার নোটিফিকেশন জারি করায় ছাত্র মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

গতকাল লক্ষীপুর মহকুমার ছাত্র ছাত্রীরা এই পরীক্ষা পিছিয়ে নিতে কাছাড় জেলার জেলাশাসকের কাছে এক স্মারকলিপি লক্ষীপুর মহকুমার মহকুমাশাসকের মাধ্যমে প্রেরন করে আসন্ন বিধানসভা নির্বাচনের পর অনুষ্ঠিত করার দাবি জানিয়েছে ।