লক্ষীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন 27 শে ফেব্রুয়ারি —— করোনা সংক্রমণের ঝুঁকি এখনও সামলে উঠতে পারেনি , বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছে ছাত্র ছাত্রীরা ,ঠিক সেই মুহূর্তে আসাম বিশ্ব বিদ্যালয় কতৃপক্ষ টিডি সি অ ড সেমিষ্টার পরীক্ষা আগামী নয় মার্চ অনুষ্ঠিত করার নোটিফিকেশন জারি করায় ছাত্র মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
গতকাল লক্ষীপুর মহকুমার ছাত্র ছাত্রীরা এই পরীক্ষা পিছিয়ে নিতে কাছাড় জেলার জেলাশাসকের কাছে এক স্মারকলিপি লক্ষীপুর মহকুমার মহকুমাশাসকের মাধ্যমে প্রেরন করে আসন্ন বিধানসভা নির্বাচনের পর অনুষ্ঠিত করার দাবি জানিয়েছে ।