রাজনৈতিক প্রতিবেদক 27 শে ফেব্রুয়ারি শিলচর– আসাম বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতেই জাতীয় দল থেকে শুরু করে আঞ্চলিক দল ও কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে । এবারের নির্বাচনে নবাগত আঞ্চলিক দল যে এক বিশেষ ভূমিকা নিবে তা আর বলার অপেক্ষা রাখে না ।বিশেষ করে ব্রহ্ম পুত্র এলাকায় এই দুই দল বিজেপি ও কংগ্রেস কে বেকায়দা তে যে ফেলবে তা আঁচ করা যাচ্ছে ।তাদের মূল ইস্যু “কা” সেটাকেই কাজে লাগিয়ে বাজিমাত করলেও অবাক হবার কিছু নেই ।
এদিকে এই দুই আঞ্চলিক দলের চোখ বরাক উপত্যকা তে ও পড়েছে , তাই ঘন ঘন অসম জাতীয় পরিষদের সভাপতি বরাক উপত্যকা সফর করছেন । নূতন দলের নূতন নেতাদের শাসন কাল প্রত্যক্ষ করতে অসম বাসী অপেক্ষা করতে চলেছেন বলে আভাস পাওয়া গেছে । এদিকে এক সুত্রে জানা গেছে বরাক উপত্যকার প্রতিটি সমষ্টি তে অনলাইনে ও অফ লাইনে প্রচুর সংখ্যক সদস্য নাম লিখিয়েছেন এবং প্রতিটি সমষ্টি তে প্রার্থী ও দাড় করানোর তোড়জোড় শুরু হয়েছে ।এদিকে অনেক নেতাই যে বরাক উপত্যকা থেকে এই দলের হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন বলে আভাস পাওয়া গেছে ।