DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

, উদার বন্দ লাঠি গ্রাম মহা সড়কে ট্রি পার -ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত চালক

নিজস্ব সংবাদদাতা উদার বন্দ 28 শে ফেব্রুয়ারি — আজ সন্ধ্যা আনুমানিক সাতটা পনেরো মিনিট নাগাদ উদার বন্দ লাঠি গ্রাম মহা সড়ক এলাকায় এক ভয়াবহ দূর্ঘটনা সংগঠিত হয় ।সংবাদে প্রকাশ বড় খলা ড লু থেকে পাথর বোঝাই একটি ট্রিপার গাড়ি শিলচর অভিমুখে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । দ্রুতগামী পাথর বোঝাই ট্রিপার গাড়ির ধাক্কায় ম্যাজিক গাড়ির সামনের দিক সম্পূর্ণ চাপা পড়ে যায় ফলে ম্যাজিক গাড়ির চালক ও সহ চালক অচেতন অবস্থায় রাস্তায় পড়ে যায় ।অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে গ্রাম বাসী গন শিলচর মেডিক্যাল কলেজে তাদের পাঠিয়ে দেন ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ , পরে দূর্ঘটনা গ্রস্ত গাড়ি দু’টি কে উদার বন্দ থানায় নিয়ে যাওয়া হয় । এদিকে গাড়ি চালকের নাম জানা না গেলেও সহ চালকের নাম অজিত উ রাঙ বলে জানা গেছে ।দূর্ঘটনা সংগঠিত করা ট্রিপারে র নংAS-11-CC 0904 SK ম্যাজিক ট্রাকের নাম্বার AS-11 DC 1981 বলে জানা গেছে ।প্রত্যক্ষ দর্শী গন জানিয়েছেন ট্রিপার গাড়ি টি এত দ্রুত বেগে ছুটে এসে এই ম্যাজিক গাড়ি কে সজোরে ধাক্কা মারে , এখানে উল্লেখ্য যে এত দ্রুত বেগে ছুটে আসার কারন নিয়ে গ্রাম বাসী গন বলেন যে অবৈধ ভাবে পাথর পরিবহন করার জন্য রাতের বেলা বেপরোয়া ভাবে গাড়ি ছুটে । তারা বন বিভাগের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন । ঘন ঘন দূর্ঘটনা র জন্য লাঠি গ্রামে পুলিশ পয়েন্ট বসানোর জন্য উদার বন্দ পুলিশের কাছে দাবি জানান ।