DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

লক্ষ্মী পুর বিধানসভা সমষ্টি তে টিকিট প্রাপ্তি র পূর্বেই হারজিত নিয়ে চর্চা শুরু হয়েছে

 রাজনৈতিক প্রতিবেদন লক্ষীপুর 1 লা মার্চ—- এই মূহুর্তে কোন রাজনৈতিক দলের প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা  হয়নি তথাপি  বসে নেই একাংশ রাজনৈতিক বিশ্লেষ ক গন । অনুমানে র উপর নির্ভর করে প্রতিটি বিধানসভা সমষ্টি তে কে কোন দলের টিকিট পেলে কতটুকু কাবু করতে পারবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ।

                 এমনটাই লক্ষীপুর বিধানসভা কেন্দ্রে জোরদার চর্চা শুরু হয়েছে ।প্রসঙ্গত উল্লেখ্য যে দীনেশ তনয় রাজদীপ গোয়ালা কংগ্রেস থেকে বিজেপি দলে ভীড়ে যাওয়ার ফলে অনেকেই ভাবছিলেন যে বিজেপির হয়ে লক্ষীপুর বিধানসভা  কেন্দ্রে অংশ নিলে বাজিমাৎ করতে অসুবিধা হবে না , কারন কংগ্রেস দলে থাকতে যেসব সমর্থকেরা তার সাথে ছিলেন আজ  ও তার সাথে আছেন । রাজনৈতিক হিসেব নিকেশ বলে কথা কংগ্রেস দল ঐ কেন্দ্রে তাদের লাভের অংশ পুষিয়ে নিতে  একদা বিজেপির এক নেতা যিনি চা জনজাতি সমাজের তাঁকে কংগ্রেস দলে এনে কংগ্রেস প্রার্থী হিসেবে লক্ষীপুর সমষ্টি তে টিকিট প্রদান করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে । এদিকে বিজেপির হয়ে কৌশিক রাই কে এই কেন্দ্রে দেখা দেওয়ার কথা চাউর হতেই স্থানীয় ও বহিরাগত ইস্যু নিয়ে এক চাপা গুঞ্জন শোনা যাচ্ছে ।সূত্রের দাবি আপাততঃ যে তিন জন টিকিট প্রত্যাশী  খেলার মাঠে আছেন সবাই কিন্তু চা বাগান সম্প্রদায় থেকে উঠে আসা , আভাস পাওয়া গেছে যদি কোনো কারণে রাজদীপ গোয়ালা বিজেপির টিকিট থেকে বঞ্চিত হন তাহলে স্থানীয় বহিরাগত ইস্যুতে কংগ্রেস প্রার্থী মুখেশ পাণ্ডে বাজিমাৎ করতে পারেন ।

                      অন্য আরেক সূত্রে জানা গেছে তিন হিন্দি ভাষী র  দ্বন্দ্ব কে কাজে লাগিয়ে অসম জাতীয় পরিষদের  অ ঘোষিত প্রার্থী আলিম উদ্দিন  মজুমদার  অতি সংগোপনে জনমত সংগ্রহ করতে মাঠ চষে বেড়াচ্ছেন , আর তিনি যে এই দলের প্রার্থী হবেন তা চূড়ান্ত হয়ে গেছে , আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় নি ।সূত্রের দাবি সংখ্যালঘু ভোট যদি বিভাজন না হয় আর অন্যান্য উপজাতির ভোট  সহ স্বল্প সংখ্যক হিন্দু বাঙালি ভোট টানতে পারেন তাহলে লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের  যাবতীয় সমীকরণ পাল্টে যেতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা ।