বিপ্লব কর চৌধুরী বি হাড়া 2 রা মার্চ —-2021 এর আসাম বিধানসভা নির্বাচনে অসম জাতীয় পরিষদ (AJP ) দলের প্রার্থী হিসেবে নির্বাচনী আসরে দেখা যাবে কাঠি গড়ার ভূমি পুত্র সাধন বাবু সিনহা কে । আজ টেলিফোন যোগে এই খবর স্বয়ং সাধন বাবু জানিয়েছেন ।সাধন বাবু এই প্রতিবেদক কে বলেন যে কাঠি গড়া উন্নয়ন খণ্ডের হিসাব রক্ষক হিসাবে কাজ করার সুবাদে তিনি সবার কাছে সুপরিচিত , তাই তিনি একুশের নির্বাচনে অংশ নিলে এই সুযোগ কে কাজে লাগিয়ে এগিয়ে যাবেন ।
তিনি আরও বলেন চাকরি করার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত কাঠি গড়ার মানুষের সুখে দুঃখে পাশে আছেন ।যদি তিনি জয়ী হন তাহলে এই পিছিয়ে পড়া সমষ্টি র উন্নয়নে নিজেকে বিলিয়ে দিবেন ।এদিকে কংগ্রেস, বিজেপি দলের যারা সম্ভাব্য প্রার্থী হতে প্রচার চলছে তাদের সাধারণ মানুষ পছন্দ করছেন না বলে সূত্রে জানা গেছে । তাই সাধন বাবুর সাথে সেই সব মানুষ যোগাযোগ করে যাচ্ছেন ।এখানে উল্লেখ্য যে সাধন বাবু কাঠি গড়ার খাম্বা র বাজার এলাকার স্থায়ী বাসিন্দা । এই সূত্রে স্থানীয় প্রার্থী হিসেবে যে আওয়াজ উঠেছে তা সাধন বাবু পুষিয়ে নিতে পারবেন বলে আশা করা যাচ্ছে ।