DIGITAL

November 29, 2023

APTCE 18538973148

কাঠি গড়ায় মহাজোটের প্রার্থী হিসেবে খলিল কে দেখার সম্ভাবনা প্রবল হচ্ছে


নিজস্ব সংবাদদাতা গুয়াহাটি 3 রা মার্চ — সব রাজনৈতিক দলের টিকিট প্রত্যাশী দের ভীড় জমেছে রাজধানী মহানগর গুয়াহাটি তে । দলীয় কার্যালয়ে দফায় দফায় বৈঠক চলছে , চুল চেরা বিশ্লেষন করা হচ্ছে প্রার্থীর গ্রহন যোগ্যতা নিয়ে , জেতার সম্ভাবনা আছে এমন প্রার্থী নিয়ে একপ্রস্থ আলোচনা শেষে দলীয় কার্যালয় থেকে গোপনীয়তা রক্ষা করে বিভিন্ন হোটেলে বসেছে চূড়ান্ত পর্যায়ের বৈঠক । প্রথম পর্যায়ের ভোটের প্রার্থী একপ্রকার চূড়ান্ত করা হয়ে গেছে । দ্বিতীয় পর্যায়ের ভোটের প্রার্থী বাছাই নিয়ে দফায় দফায় বৈঠক করছে বাছাই কমিটির সদস্যরা । দ্বিতীয় পর্যায়ের ভোটের জন্য বরাক উপত্যকার মহাজোটের প্রার্থী নিয়ে জটিলতা কেটে ও কাটছে না । কাছাড় জেলার সাতটি সমষ্টি র মহাজোটের প্রার্থী হিসেবে পূর্বে চাউর হয়েছিল শুধুমাত্র সোনা ই আসন এ আই ইউ ডি এফ কে ছেড়ে দেওয়া হয়েছে ।কিন্তু দিন এগোতে ই মহাজোটের তরফে কাঠি গড়ায় এ আই ইউ ডি এফে র প্রার্থী হিসেবে খলিল উদ্দিনের নাম চর্চায় চলে এসেছে , আর এই নাম আসতে ই , সব সমীকরণ পালটে গেছে । জানা গেছে এ ব্যাপারে মহাজোটের সিদ্ধান্ত চূড়ান্ত হবে । এদিকে কাছাড় জেলা এ আই ইউ ডি এফ কমিটির মুখপাত্র মৌলানা এনা মোল্লা সাহেব কে জিজ্ঞেস করলে তিনি বলেন এখন পর্যন্ত আশা করা যায় মহাজোটের প্রার্থী হিসেবে শেষমেশ খলিল সাহেবকে দেখা যাবে আর তিনি জয়ী হবেন ।