DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

ভোট প্রদান থেকে ভোটের কাজে নিয়োজিত সবাইকে COVID 19 নির্দেশিকা চলতে হবে


নিজস্ব সংবাদদাতা 4 ঠা মার্চ শিলচর —-COVID 19 নিয়ম নির্দেশিকা মেনে ভোটারদের নিজ নিজ ভোট কেন্দ্রে যেতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় সহ হাত ধৌত করে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে হবে । ভোটের কাজে নিয়োজিত কর্মীদের ও সেই নিয়ম নির্দেশনা মেনে চলার আদেশ প্রদান করেছেন নির্বাচন কমিশন, তা ছাড়া যানবাহন চলাচলের উপর ও সর্ত আরোপ করা হয়েছে ।

এখানে উল্লেখ্য যে ভোটারদের শরীরের তাপমাত্রা নির্ণয় ছাড়া ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবেনা । এই নিয়ম নির্দেশিকা মেনে চললে ভোট প্রদান কার্যত দীর্ঘায়িত হবে বলে জানিয়েছেন সচেতন মহল ।তথাপি নির্বাচন কমিশনের নির্দেশ তা মেনে চলতে হবে , ফলে ভোট প্রদানের হার পূর্বের চাইতে কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে ।