
নিজস্ব সংবাদদাতা কাঠি গড়া 4 ঠা মার্চ– যখনই শহর থেকে দূরে গ্রামের অলি গলিতে ইঞ্জিন তেলের বড় বড় সাইনবোর্ড লাগানো হয়েছে তখনই ভাবা গেছিল যে এত দামী দামী সাইনবোর্ড লাগিয়ে কোম্পানি কি ভাবে তাদের বিজ্ঞাপনের খরচ তুলবে । বর্তমানে বাজারে ইঞ্জিন তেলের যে দাম সেটা নিয়ে কোন হেলদোল নেই অসামরিক খাদ্যসরবরাহ বিভাগের । সাধারণ ক্রেতার কাছ থেকে দোকানী গন MRP তে যত আছে তা আদায় করেন ।খাদ্য রসিক গন সেই মতো সামগ্রী ক্রয় করেন ।শহর গ্রাম সর্বত্র এভাবে চলছে বাণিজ্য। দোকানের মালিক বলছে জি এস টির জন্য সামগ্রীর দাম বেড়েছে । কিন্তু সাধারণ মানুষের কাছে MRP এর বিষয়ে কোন অভিজ্ঞতা নেই , তাই তাদের কাছ থেকে অধিক হারে মূল্য আদায় করা হচ্ছে ।এ বিষয়ে গ্রাহক সুরক্ষা সমিতির ও নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে ।
এখানে উল্লেখ্য যে বর্তমানে বাজারে পাঁচ লিটার ইঞ্জিন তেলের গ্যালনের দাম 975 টাকা বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা যায় সাধারণ গ্রাহকের কাছ থেকে এই মূল্য আদায় করা হচ্ছে । এভাবেই নিত্য প্রয়োজনীয় প্যাকেটের খাদ্য সামগ্রী MRP এর উপর বিক্রি হচ্ছে । এবিষয়ে গ্রাহক সুরক্ষা সমিতির দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ।