DIGITAL

November 28, 2023

APTCE 18538973148

কৌশিক টিকিট পেলে ও লক্ষ্মী পুরে জেতা সহজ হবে না , জোর চর্চা

নিজস্ব সংবাদদাতা লক্ষীপুর 6 ই মার্চ– বিজেপি রাজদীপ গোয়ালা র সাথে বিশ্বাস ঘাতকতা করেছে এমনটাই বলছেন রাজদীপ গোয়ালা র সমর্থকেরা ।আনুষ্ঠানিক ভাবে দলে বরন করে নিয়ে ও  টিকিট প্রদান না করাটাই বিজেপির কাল হবে । অনেকেই আবার বলছেন কণাদ পূর কায় স্থ  মহাশয়ের মত বিজেপি ঘরানার নেতার সাথে বিজেপি নেতৃত্ব যদি বিশ্বাস ঘাতকতা করতে পারে সেখানে রাজদীপ গোয়ালা তো কিছু না ।

               সূত্রের খবর  বিজেপি কৌশিক রাই কে টিকিট প্রদান করলে ও জয়ের পথ মসৃণ হবে বলে মনে করছেন না সচেতন মহল ।কারন এমনিতেই লক্ষীপুর সমষ্টি তে স্থানীয় ও বহিরাগত এক  ইস্যুতে সরগরম হয়ে গেছে তার মধ্যে রায় ও রাই নিয়ে নূতন করে বাংলা ভাষী দের মধ্যে জোরালো চর্চা শুরু হয়েছে । এদিকে রাজদীপ বিজেপির টিকিট থেকে ছিটকে যাওয়াতে তার সমর্থকেরা পুরোনো ইস্যু নিয়ে গা ঝাড়া দিয়ে উঠেছেন , এদিকে এক বিশেষ সুত্রে জানা গেছে সুস্মিতা দেব দল থেকে সরে পড়তেই প্রদেশ কংগ্রেসের তরফে লক্ষীপুর আসন কংগ্রেসের দখলে আনতে রাজদীপ গোয়ালা কে  দলে এনে পুনরায় টিকিট দিতে চাইছেন ।জানা গেছে রাজদীপ আজকের মধ্যে নিজ বিধানসভা কেন্দ্রের ভোটারদের মতামত নিয়ে সিদ্ধান্ত  নিবেন ।রাজনীতির আসরে অ সম্ভব বলে কিছু নেই যে তা আবারও প্রমান হতে পারে । এটার নাম রাজনীতির পাশা খেলা ।রাজদীপ কে কংগ্রেসের টিকিটে ময়দানে দেখা গেলেও অবাক হবার কিছু নেই ।