DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

কংগ্রেস প্রার্থী নিয়ে বড় খলা ও কাঠি গড়ার কংগ্রেস কর্মীদের মধ্যে জোরদার চর্চা চলছে

বিশেষ প্রতিবেদন 9 ই মার্চ — আর মাত্র হাতে গোনা তিন দিন রয়েছে মনোনয়ন জমা দেওয়ার, এখন পর্যন্ত বড় খলা ও কাঠি গড়ার কংগ্রেস প্রার্থীর নাম সম্ভাব্য হিসাবে রাখার ব্যাপারটা রহস্যের আবর্তে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষ ক গন ।কি এমন রহস্য এই দুই সমষ্টি নিয়ে যে দলীয় নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না ।বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করে ভোটারদের মধ্যে আবেগ সৃষ্টি করা হচ্ছে ।অনেক সমর্থকেরা তাদের পছন্দের প্রার্থী টিকিট পেয়ে গেছেন বলে উল্লাসে মেতে উঠতে দেখা গেছে ।পর মুহূর্তেই শেয়ার বাজারের মতো সেনসেক্স নীচে নেমে গেছে তাদের প্রার্থীর নাম ।

এদিকে এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে বড় খলা সমষ্টি তে বিগত এক দশক ধরে কংগ্রেস হিন্দু প্রার্থী দাঁড় করিয়ে আসছে , এই সেদিন ও পাপ ন দেবের নাম নিয়ে বাছাই কমিটির কাছে জোরালো দাবি জানানো হয়েছে কংগ্রেস সংগঠনের তরফে, কিন্তু বাছাই কমিটি তা মেনে নিতে পারেননি , তারা তৃণমূল স্তরের কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেবের নাম খারিজ করে । পরবর্তীতে বাছাই কমিটি প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মিস বাবুল ইসলাম লস্করের নাম ও প্রাক্তন বিধায়ক ডাঃ রুমী নাথের নাম সামনে রেখে আলোচনা শুরু করেন। এরমধ্যে কাঠি গড়ার প্রার্থী নিয়ে আলোচনা শুরু হতেই বড় খলার প্রার্থী বাছাই প্রসঙ্গ উঠে এসেছে । যদি বড় খলাতে মুসলিম প্রার্থী হিসেবে মিস বাবুল ইসলামের নাম চূড়ান্ত হয় তাহলে কাঠি গড়ার হিন্দু প্রার্থী হিসেবে এমন একজনকে বাছাই করতে হবে যিনি বিজেপির প্রার্থী গৌতম রায় কে টেক্কা দিতে পারেন । এসব কারণে প্রার্থীর নাম ঘোষণা করতে হিমশিম খাচ্ছেন দলের শীর্ষ নেতারা বলে অনুমান করা হচ্ছে ।সূত্রের দাবি এ কদিন থেকে যাদের নাম চূড়ান্ত বলে চাউর হয়েছিল আগামীকাল বিকেল গড়িয়ে যাওয়ার আগে কাদের ভাগ্যেশিকে ছিড়ে তা পরিষ্কার হয়ে যাবে ।এক কথায় কাঠি গড়ার কংগ্রেস প্রার্থীর উপর নির্ভর করবে রুমী -মিস বাবুলের টিকিট প্রাপ্তি ।