DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

শিলচর জয়ন্তী য়া সড়কের উপর পার্কিং নিয়ে নাজেহাল ছাত্র ছাত্রীরা ,

 

বড় খলা  থেকে ফখরুল ইসলাম লস্কর 8 ই মার্চ — বড় খলা গ্যাস ফিলিং কারখানার ভিতরে সিলিন্ডার বহনকারী লরির পার্কিং করার জায়গা থাকা সত্ত্বেও ঐ গ্যাস ফিলিং কারখানার সম্মুখে সারি বেঁধে লরি গুলি দাঁড়িয়ে থাকার ফলে পথ চলতি সাধারণ মানুষ সহ স্কুল পড়ুয়াদের যাতায়াতের ব্যাঘাত ঘটে ।

                      এনিয়ে স্থানীয় বাসিন্দারা  এই প্রতিবেদকের কাছে তাদের খেদ প্রকাশ করেছেন ।তারা সংবাদ মাধ্যম যোগে আই ও সি কতৃপক্ষ কে এইসব সিলিন্ডার বহনকারী লরি ভিতরে নিয়ে রাখার জন্য অনুরোধ জানিয়েছেন ।