DIGITAL

November 28, 2023

APTCE 18538973148

কাঠি গড়ার কংগ্রেস প্রার্থী খলিল উদ্দিন মজুমদার, কংগ্রেস কর্মীদের মধ্যে বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে

নিজস্ব সংবাদদাতা কাঠি গড়া 11 ই মার্চ– সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ কাঠি গড়ার কংগ্রেস প্রার্থী হিসেবে খলিল উদ্দিন মজুমদারের নাম চূড়ান্ত হয়েছে । এখানে উল্লেখ্য যে বড় খলা সমষ্টি তে ও কংগ্রেস প্রার্থী হিসেবে মিস বাবুল ইসলামের নাম চূড়ান্ত হয়েছে অনেক টানাটানির পর ।গতকাল ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় পর্যায়ের ভোটের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ।এই ঘোষণার পর থেকেই বড় খলা ও কাঠি গড়ার কংগ্রেস কর্মীদের মধ্যে মিশ্র প্রভাব পরিলক্ষিত হয়েছে ।বিশেষ করে কাঠি গড়ার কংগ্রেস কর্মীদের মধ্যে প্রকাশ্যে আলোচনা শুরু হয়েছে। তাদের মতে দীর্ঘদিন ধরে একটা গত বাধা নিয়ম ছিল বড় খলাতে হিন্দু প্রার্থী দিলে কাঠি গড়ায় মুসলিম প্রার্থী দেওয়া হয় , কিন্তু এবারের পরিবর্তনের হাওয়ায় উভয় সমষ্টি তে মুসলিম প্রার্থী দেওয়ায় কংগ্রেস দলেরই তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ।

সূত্রে জানা গেছে এই প্রার্থী চয়ন ই কংগ্রেস দলের কাল হবে ।অনেক কংগ্রেস কর্মী এই প্রতিবেদক কে বলেছেন যে কংগ্রেস ও আজমলের দল কি এক হয়ে গেছে কি? আর এই ইস্যুতে কাঠি গড়ার নির্বাচন চিত্র পাল্টে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা