DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

খুনের জেরে সন্দেহ ভাজনের বাড়িতে অগ্নি সংযোগ , সে উ তিতে উত্তেজনা


নিজস্ব সংবাদদাতা কাঠিগড়া 13 ই মার্চ —গত 11 ই মার্চ শিব রাত্রি তিথি তে বড় খলা সমষ্টি র ময়না গড় বাগান সংলগ্ন মহা সড়কে আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ হঠাৎ গুলির শব্দ শুনে এই এলাকার বাসিন্দারা চমকে উঠে মহা সড়কের যেখানে গুলি হয়েছে সেখানে পৌঁছন , পৌঁছে দেখতে পান গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক রাস্তার পাশে পড়ে আছে । সঙ্গে সঙ্গে পুলিশকে খবর পাঠান এই এলাকার মানুষ ।পুলিশ এসে গুলিবিদ্ধ যুবক কে শিলচর মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করে , কিন্তু মেডিক্যাল কলেজে পৌছানোর আগেই মাঝ পথে মৃত্যু হয় ।

প্রাথমিক ভাবে গুলিবিদ্ধ যুবকের পরিচয় পাওয়া যায় নি , তথাপি সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচার করা হয় । এই প্রতিবেদক জানিয়েছেন গুলিবিদ্ধ হয়ে এক যুবক মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে এই খবর সামাজিক মাধ্যমে প্রকাশ হলে মৃত যুবকের পরিবারে সন্দেহ সৃষ্টি হয় যে আমাদের ছেলে তো এখনো ঘরে ফেরেনি , পরদিন সকালে বি হাড়া পুলিশ আউট পোস্টের সে উ তি গ্রামের খসরু ল বড় ভূঁইয়া র ছেলেকে ঐদিন যে বাড়ি থেকে নিয়ে গেছিল তার বাড়িতে গিয়ে খবর নিলে দেখা যায় সে ও নেই , এদিকে বেলা গড়িয়ে যেতে খবর আসে তিনি র ছেলে শিপ্ ন কে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে । এদিকে গতকাল মৃতদেহ গ্রামে আসার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় হাজার হাজার মানুষ সন্দেহ ভাজন এই এলাকার কুখ্যাত ড্রাগ ব্যবসায়ী টিয়া মনির বাড়িতে চড়াও হয়ে বাড়ি গাড়িতে আগুন লাগিয়ে দেন , খবর পেয়ে কাঠি গড়া ও বি হাড়া পুলিশ আগে থেকেই রাখা অগ্নি নির্বাপক গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান ।রাতে পুলিশ সন্দেহ ভাজন হিসেবে দুই যুবককে গ্রেফতার করে নিয়ে যায় । এই গ্রেফতারের বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান এই দুই যুবক নির্দোষ , তাই তাদেরকে ছেড়ে দিতে ও খুনী কে আটক করার দাবিতে আজ সকালে শিলচর কালা ইন সড়ক অবরোধ করা হয় পরে প্রশাসনের তরফে তাদের দাবি মেনে নেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয় ।এখানে উল্লেখ্য যে দীর্ঘদিন ধরেই এই এলাকায় একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে ড্রাগ ব্যবসা নিয়ে । সূত্রের মতে এই হত্যাকাণ্ড ড্রাগ ব্যবসা নিয়ে সংগঠিত হয়েছে বলে অনুমান করা হচ্ছে ।অবিলম্বে খুনি কে ধরার জন্য এলাকার বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানান ।