DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

জোট-মহাজোটের বেড়া জালে ভোটার গন আবদ্ধ , সর্বত্রই মেরুকরণের খেলা হবে


বিশেষ প্রতিবেদন 15 ই মার্চ শিলচর– একদা উন্নয়নের নামে ভোট চাওয়া হতো , ভোটারদের উন্নয়নের নামে প্রতিটি রাজনৈতিক দলের নেতারা ভোট চাইতে দেখা যেতো , কিন্তু বর্তমানে সেই উন্নয়ন কে শিকেয় তুলে রেখে প্রতিটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতিতে সুড় সুডি দিয়ে ভোট আদায় করতে উঠেপড়ে লেগেছে ।ভোট বলে কথা , এবার সব জায়গায় একটা কথা শুনা যাচ্ছে – খেলা হবে , খেলা হবে কিন্তু কার সাথে কার খেলা হবে সেটা খোলাসা করে বলেছেন না কেউ।আমজনতার মুখে মুখে ও শোনা যাচ্ছে খেলা হবে , বাস্তবে খেলা টা যে কি ধরনের হবে সেটা আদৌ বোধগম্য হচ্ছে না ভোটারদের ।

এই প্রতিবেদক কাছাড় জেলার বিভিন্ন সমষ্টি তে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এটাই বুঝতে পেরেছেন যে ভোটার গন উপযুক্ত জন প্রতিনিধি নির্বাচন করতে চাইছেন , কিন্তু তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের মতে বুঝাতে চাইছেন, ফলে সচেতন ভোটার গন তাদের কথা মন দিয়ে শুনছেন , সিদ্ধান্ত কিন্তু নিচ্ছেন না । এবারের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলো বর্তমান বিজেপি সরকার কে গদি চ্যুত করতে একদিকে বিরোধী দল যেমন মহাজোট গঠন করেছে তেমনি বর্তমান বিজেপি দল ও এ জিপি কে নিয়ে জোট বেঁধেছে ।এই জোট মহাজোটের জট কে কাটতে ব্রহ্ম পুত্র উপত্যকায় দুই আঞ্চলিক দল কিন্তু সক্রিয় হয়ে ” কা ” নামক ইস্যুতে ব্যাপক প্রচার চালিয়ে জনমত গড়ে তোলার চেষ্টা করছে । কিন্তু বরাবরই বরাক উপত্যকা উল্টো পথে চলে , বিগত এক দশক ধরে এখানে মেরুকরণের রাজনীতির উপর নির্ভর করে নেতা নির্বাচিত করা হয় ফলে নেতারা উন্নয়নের কথা বেমালুম ভুলে যান ।বাঙালী অধ্যুষিত বরাক উপত্যকার জনগন কে এবার খুব বুঝে শুনেই নেতা নির্বাচন করতে হবে বলে সচেতন মহল মনে করছেন । এবার ও যদি সেই ভুলের পুনরাবৃত্ত করা হয় তাহলে বরাক উপত্যকার ভবিষ্যত প্রজন্মের জন্য এক অভিশাপ যে সৃষ্টি করা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না ।