নিজস্ব সংবাদদাতা বড় খলা 15ই মার্চ — সুদীর্ঘ দশ বছর পর এবার কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে বড় খলাতে টিকিট পেয়ে মিস বাবুল ইসলাম লস্কর সেই পুরনো কায়দায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে যোগাযোগ করতে আজ বিভিন্ন পঞ্চায়েত এলাকায় তার সমর্থকদের সাথে মিলতে দেখা গেছে ।
এখানে উল্লেখ্য যে মিস বাবুল ইসলামের বিরুদ্ধে এমন কোনো গুরুতর অভিযোগ নেই অন্যদিকে তিনি সংখ্যালঘু ও সংখ্যা গুরু দের মধ্যে পার্থক্য রেখে চলেন না ।তাই ভদ্র ও মার্জিত স্বভাবের নেতা বলে বড় খলাতে খ্যাত হয়ে গেছেন ।এবারের বিধানসভা নির্বাচনে মহাজোটের সমর্থন থাকার সুবাদে তিনি যে এক ভালো অবস্থানে চলে গেছেন তা আর বলার অপেক্ষা রাখেনা ।এই প্রতিবেদক কে তার সমর্থকেরা জানিয়েছেন আজ যে সব এলাকায় গিয়েছেন তাদের নেতা সেখানেই সংখ্যা গুরু কর্মী সমর্থকরা বিপুল ভাবে স্বাগত জানিয়েছেন এবং এলাকার উন্নয়নের স্বার্থে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার করেছেন ।এখানে উল্লেখ্য যে বিগত দিনে উন্নয়নের নামে ব্যাপকভাবে যে কেলেঙ্কারি সংগঠিত হয়েছে তা নিয়ে কংগ্রেস প্রার্থী র কাছে অভিযোগ দায়ের করেছেন ।আজকের দিনে ও যে এভাবে এগিয়ে এসে ফটো উঠেছেন জনৈক সাধু তাতে পরিষ্কার হয়ে গেল মিস বাবুলের স্বচ্ছ ভাবমূর্তি ।