বড় খলা থেকে ফখরুল ইসলাম লস্করের প্রতিবেদন 15 ই মার্চ—বিগত পাঁচ বছরের বিজেপি শাসিত বড় খলা সমষ্টি তে ভারতীয় জাতীয় কংগ্রেস নিঃশেষ হয়ে গেছে বলে যারা ভেবেছিলেন আজকের এই সভা তাদের কে ভাবিয়ে তুলেছে ।সত্যিই আজকের এই সভার উপস্থিতি চোখে পড়ার মতো , বড় খলা উন্নয়ন খণ্ড ভিত্তিক ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিটি শাখা সংগঠনের কর্মীরা স্বতঃ স্ফূর্ত ভাবে আজকের এই কর্মী সভায় অংশ নেন । সবাই মিলে পুনরায় বড় খলা আসন কংগ্রেসের দখলে যে আনবেন তা আজ পরিস্কার হয়ে গেছে ।
আজকের এই বিশাল কর্মী সভায় উপস্থিত ছিলেন বড় খলা সমষ্টি র মহাজোটের মনোনীত কংগ্রেস প্রার্থী মিস বাবুল ইসলাম লস্কর, এবং বিশেষ সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব ।তিনি তার ভাষণে বলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস যে পাঁচটি গ্যারান্টি নিয়ে
ভোট চাইছে তা আগামী দিনে বাস্তবায়ন করবেন , শুধু মাত্র আপনারা ভোট দিয়ে বিধায়ক বানিয়ে পাঠান ।আজকের এই ভীড়ে ঠাসা কর্মী সভা দেখে কংগ্রেস প্রার্থী উৎসাহিত হয়ে বলেন কংগ্রেস জাত পাতে র রাজনীতি করে না , উন্নয়নের নামে ভারতীয় জাতীয় কংগ্রেস হিসেবে আমায় নির্বাচিত করুন , আমি আপনাদের পাশে থাকব ।তিনি বলেন বিগত পাঁচ বছরে পরিবর্তনের নাম নিয়ে বড় খলা বাসী কে প্রতারনা করা হয়েছে ।তাই আজকের সভায় উপস্থিত কর্মী সমর্থকদের কাজে ঝাঁপিয়ে পড়তে অনুরোধ জানান । আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করেন বড় খলা উন্নয়ন খণ্ড ভিত্তিক কংগ্রেস কমিটির সভাপতি ঝন্টু সরকার ।
আজকের এই কর্মী সভা আগামী দিনের জয়ের সম্ভাবনা কে প্রবল করে তুললো বলে মত প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যক্তি বর্গ গন ।