নিজস্ব সংবাদদাতা বড় খলা 17 ই মার্চ– বিচক্ষণ বিজেপি প্রার্থী অতি সুক্ষ ভাবে কোন রাখ ডাক না করে যেভা জনগনের কাছে পৌছাতে শুরু করেছেন তা এক কথায় অসাধারণ বললেও কম বলা হবে । এই প্রতিবেদক বড় খলা সমষ্টি র বিভিন্ন এলাকায় গিয়ে তার ব্যাপারে জানতে চাইলে সবাই কে বলতে শুনা গেল যে অমলেনদু বাবু ভূমি পুত্র হিসেবে টিকিট পেয়েছেন তার উপর তিনি একজন উচ্চ শিক্ষিত তাই বিজেপি নেতৃত্ব উপযুক্ত ব্যাক্তি কে টিকিট প্রদান করেছে যার জন্য আমরা গর্বিত ।
এখানে উল্লেখ্য যে নির্বাচনর দিন যত ঘনিয়ে আসছে তত বেশি দল। সংগঠনের কর্মীরা ঝাপিয়ে পড়ছেন ।শুরু করেছেন ঘরোয়া বৈঠক মিলছে ও সাড়া ,। এদিকে বরাক উপত্যকার প্রার্থী দের সমর্থনে শীঘ্রই বরাক উপত্যকা সফরে আসছেন প্রধান মন্ত্রী থেকে শুরু করে উত্তর প্রদেশের মূখ্য মন্ত্রী যোগী আদিত্য নাথ প্রমুখ ।