নিজস্ব সংবাদদাতা 13 ই মার্চ বি হাড়া— গত 11 ই মার্চ বড় খলা থানার অধীনস্থ ময়না গড় বাগান সংলগ্ন মহা সড়কে আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ হঠাৎই গুলির শব্দ শোনা যায় ।শিব রাত্রির সন্ধ্যায় গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন রাস্তার পাশে গুলিবিদ্ধ এক যুবকের দেহ, ইতিমধ্যেই পুলিশের কাছে খবর পৌঁছে যায়, তড়িঘড়ি করে আহত কে শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়, কিন্তু মেডিক্যাল কলেজে পৌছানোর আগেই যুবকের মৃত্যু হয় ।
নির্বাচনের প্রাক্কালে এসব ঘটনা সংঘটিত