বিপ্লব কর চৌধুরী বি হাড়া 19 শে মার্চ–গতকাল গড়ের ভিতর মণ্ডল কংগ্রেসের এক সভা বি হাড়া দেশবন্ধু ক্লাবের অডিটোরিযাম হলে অনুষ্ঠিত হয়। মণ্ডল কংগ্রেসের সভাপতি বিমল পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কাঠিগড়া বিধানসভা সমষ্টি র মহাজোটের মনোনীত কংগ্রেস প্রার্থী খলিল উদ্দিন মজুমদার , কাঠিগড়া এ আই ইউ ডি এফ সভাপতি আতা উর রহমান লস্কর, কালা ইন উন্নয়ন খণ্ড ভিত্তিক কংগ্রেসের সভাপতি বিশাল সরকার, উত্তর কাঠিগড়া জেলা পরিষদ সদস্য তিলক চাঁদ দাস, বিশিষ্ট কংগ্রেস নেতা সন্দীপ দাস, জাকির হোসেন, কালা ইন গাও পঞ্চায়েত সভাপতি মৃদুল কান্তি চক্রবর্তী প্রমুখ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন CPI ( M ) নেতা রবীন্দ্র নারায়ণ আচার্য, বিভূতি ভূষণ চক্রবর্তী, রঞ্জিত দাস , উৎপল নাথ সহ আরও অনেকে।
এই সভায়় কংগ্রেস সংগঠনের বিভিন্ন শাখার সদস্য গন সহ মহাজোটের সকল দলের নেতা কর্মীদের উপস্থিতি লক্ষ্য করার মত। এই সভায়় চা বাগান শ্রমিক, ডিমাসা, খাসি, অসমীয়া কর্মী গন উপস্থিত ছিলেন ।ভীড়ে ঠাসা কর্মী সভায় বক্তব্য রাখেন মহাজোটের প্রার্থী খলিল উদ্দিন মজুমদার, বিশিষ্ট CPI ( M ) নেতা রবীন্দ্র নারায়ণ আচার্য. রঞ্জিত দাস, প্রমুখ । সবাই দলীয় প্রার্থীর পক্ষে জোরদার প্রচার শুরু করার জন্য কর্মীদের আহবান জানান ।
এখানে উল্লেখ্য যে গড়ের ভিতর জিপি বিজেপির এক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, তাই গতকালের সভার উপস্থিতি দেখে বিরোধী দলের মধ্যে একটা সংশয় দেখা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।