ইউসুফ আলী বড় ভূঁইয়া 21 শে মার্চ—– উদার বন্দ বিধানসভা কেন্দ্রে নির্দল রাহুল রায় কংগ্রেসের কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে গেছে ।এমনিতেই বহুল প্রচলিত জন সংঘের এক প্রবাদ আছে যে যতদিন ভারতে আলী আর কুলী থাকবে ততদিন কংগ্রেস থাকবে—– হ্যা এটাই সত্যিই হতে চলেছে উদার বন্দ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অজিত সিংহ মহাশয় যেখানে যাচ্ছেনে সেখানেই উপচে পড়া ভীড়ে এই দুই সম্প্রদায়ের ভোটারদের উপস্থিতি বেশি পরিমাণে দেখা যাচ্ছে ।
এমনিতেই কংগ্রেস প্রার্থী সদা হাস্য প্রকৃতির তার সাথে তিনি র উপর কোন কেলেঙ্কারি নিয়ে কথা উঠেনি সাধারণ মানুষের কাছে বিশেষ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়ে আছেন ।বিগত দিনে এই কেন্দ্রের সাধারণ মানুষ বিজেপির শাসনে মোটেই সন্তুষ্ট নন যে তা পরিলক্ষিত হচ্ছে । এদিকে বিজেপি প্রার্থী মিহির কান্তি সোমের পথের কাঁটা হয়ে নির্বাচনে নির্দল হিসেবে রাহুল রায়চ মাঠে নামায় আখেরে বিজেপির লোকসান যে হবে তা পাকা হয়ে গেছে ।রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন উদার বন্দ বিধানসভা কেন্দ্রের নির্ণায়ক ভূমিকা বরাবরই পালন করে আসছেন চা বাগানের শ্রমিকরা ।বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই প্রতিবেদক বুঝতে পেরেছেন যে আজ এই মুহুর্তে কংগ্রেসের অবস্থান মজবুত পর্যায়ে চলে গেছে ।