DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

মাস্ক পরিধান বাধ্যতা মূলক , কঠোর নির্দেশ কেন্দ্র সরকারের

বিশেষ প্রতিবেদন 21 শে মার্চ শিলচর—- আবারো করোনা  সংক্রমণ বৃদ্ধিতে কেন্দ্র সরকার নড়েচড়ে বসেছে।  প্রতিদিন যে ভাবে গ্রীষ্ম কালীন করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে তা রীতিমতো উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ ।পূর্বের অভিজ্ঞতা থেকে আগেভাগে প্রতিরোধ গড়ে তোলার জন্য মাস্ক পরিধান করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে ।

বিগত করোনা সংক্রমণের সময় সতর্কতা অবলম্বন করতে যে সব পদক্ষেপ হাতে নেওয়া হয়েছিলো তার মধ্যে মাস্ক পরিধান করা অন্যতম ছিল ।সেই সূত্রেই এবার স্বাস্থ্য দফতর মাস্ক পরিধান করার  উপর গুরুত্ব আরোপ করে এক কঠোর নির্দেশ প্রদান করেছে এই নির্দেশের ফলে জনসমাগম স্থানে সবাইকে মাস্ক পরিধান করে চলাফেরা করতে হবে, যদি এই নির্দেশ কেউ অমান্য করে তাহলে 500–1000 টাকা জরিমানা ভরতে হবে ।এখানে উল্লেখ্য যে ভারতের নির্বাচন কমিশন ও করোনা সংক্রান্ত নিয়ম নির্দেশিকা মেনে ভোট পর্ব সম্পন্ন করতে