অনুমতি না থাকায় বি হাড়া বাজারে সভা করতে পারেন নি গৌতম,
নিজস্ব সংবাদদাতা বি হাড়া 22 শে মার্চ—-গতকাল গড়ের ভিতর জিপি র বি হাড়া বাজারে কাঠিগড়া বিধানসভা সমষ্টি র বিজেপি প্রার্থীর এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতিতে যে নির্বাচনী সভা অনুষ্ঠিত হতে চলেছিল সেই সভা আর হয়নি নির্বাচন কমিশনের নির্দেশনার গেরো তে । অপরিপক্ক আয়োজক রা রাজস্ব বিভাগের কোন আদেশ নেননি ।এদিকে বাবুর বাজারে ও এমন হয়েছে ।অবশ্য পরে ঘরোয়া পরিবেশে এক সভা অনুষ্ঠিত হয় । অনুরূপ ভাবে বিজেপি প্রার্থী গৌতম রায় সৎসঙ্ঘ কেন্দ্রে গিয়ে প্রার্থনা সেরে গড়ের ভিতর জিপি বিজেপির নির্বাচন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
প্রাপ্ত সংবাদে জানা গেছে বাবুর বাজারের ঘরোয়া সভায় গৌতমবাবু রসিকতা করে বলেছেন যে কাঠিগড়া বিধানসভা সমষ্টি যে এত বড় আগে তিনি জানতেন না আর এই এলাকার ঘরে ঘরে গিয়ে যে প্রচার করতে হয় তা তিনি জানেন না । তিনি সবাইকে অনুরোধ করেন যে উন্নয়নের স্বার্থে তাকে ভোটে জয়ী করতে ।এখানে উল্লেখ্য যে কাছাড জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গন ঘরে ঘরে গিয়ে প্রচার করার রেওয়াজ নূতন নয় এভাবে চলে আসছে কাঠিগড়া বিধানসভা কেন্দ্রে । উত্তর কাঠিগড়া জেলা পরিষদ এলাকায় বিজেপির ভোট নেহাত কম নয়, কিন্তু এবার ভোট প্রচারে বহিরাগত দের দিয়ে প্রচার করার ব্যাপারে একটা খেদ সর্বত্র পরিলক্ষিত হচ্ছে ।সবাই বলছেন আমরা ভোট দিবো কিন্তু পরে আজ যারা আমাদের টোপ দিচ্ছেন তাদের নাগাল। পাব কি? তাই দলের স্বার্থে স্থানীয় বিজেপির নেতা দের মাঠে নামার দাবি উঠেছে । আজ যারা রাম শ্যাম আসছেন তাদের দায়িত্ব পালন যথেষ্ট নয় নাহলে নির্বাচন জনসভা করার জন্য যে আদেশ নিতে হয় তা নেননি বলে গতকালের সভা ভেস্তে যায় ।যার ফলশ্রুতিতে গতকাল সাধারণ মানুষের মনে ভূল বার্তা পৌঁছে গেছে বলে মনে হচ্ছে।