বিপ্লব কর চৌধুরী বি হাড়া 22 শে মার্চ—–গতকাল গড়ের ভিতর জিপি তে নির্বাচন প্রচারে এসে বিজেপি প্রার্থী গৌতম রায় হাতি মারা সৎসঙ্ঘ বিহার কেন্দ্রে প্রার্থনা সেরে উপস্থিত গুরু ভাই বোন দের সাথে নির্বাচনের ব্যাপারে আলোচনা করে সবার সাহায্য সহযোগিতা কামনা করেন ।
উপস্থিত গুরু ভাই বোন গন গৌতমবাবু কে জয়ী করার জন্য মাঠে নামার প্রতিশ্রুতি প্রদান করেন ।এখানে উল্লেখ্য যে সমগ্র কাঠিগড়া বিধানসভা সমষ্টি র সকল গুরু ভাই বোনেরা তাকে ভোট দিয়ে জয়ী করবেন বলে আশা প্রকাশ করেছেন ।