নিজস্ব সংবাদদাতা শিলচর 23 শে মার্চ—– গতকাল শিলচরের যোগীর জনসভা তে আয়োজক গন যতটুকু আশা করছিলেন ততটুকু লোক আসেন নি , হাজার চারেক মানুষের উপস্থিতিতে প্রধান মন্ত্রীর গুন কীর্তন করে সোজা চলে গেলেন বড় খলা বিধানসভা সমষ্টি র হাতি ছড়া ফুটবল খেলার মাঠে ।সেখানে ও আয়োজক গন পনেরো হাজার দর্শকের উপস্থিতি হবে বলে আশা করছিলেন , কিন্তু শিলচরের জনসভা থেকে একটু বেশি জনসমাগম পরিলক্ষিত হয়েছে বলে বড় খলা প্রতিনিধি জানিয়েছেন ।
এদিকে গতকালের জনসভায় মূখ্য মন্ত্রী যোগী আদিত্য নাথ তার বক্তব্যে প্রধান মন্ত্রী মোদীর কার্য কালে যেসব উন্নয়ন মূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেই গুলো নিয়ে বিশ্লেষণ করে বক্তব্য রাখেন। তাঁর ভাষণে একটি কথা বারবার উচ্চারিত হয়েছে ধারা 370 বাতিলের ফলে কাশ্মীর এখন শান্ত , এখন সেখানে গিয়ে ভারতের যেকোন নাগরিক জায়গা জমি ক্রয় করতে পারবেন এমনকি আসাম শিলচরের মানুষ ও , তার এই উদ্দীপ্ত ভাষণে বরাক উপত্যকার মানুষের মন গলে নাই বলে শোনা গেলো , জনৈক ব্যক্তি অনুষ্ঠান স্থলে বলেই ফেললেন যে উত্তর পূর্বের রাজ্য যেমন মেঘালয় , মিজোরাম রাজ্যে আসামের বাসিন্দা গন জমি কিনতে পারেন না সেখানে কাশ্মীরের জমি দিয়ে কি করব , যদি এইসব রাজ্যে কেনার ব্যাপারে আইন করতেন তা হলে ভালো হতো । এসব বলে উদ্বাস্তু হিন্দু বাঙালির মনে কতটুকু আবেগ সৃষ্টি করতে পারবেন সেটা নিয়ে সন্দেহ আছে ।তিনি তার ভাষণে সুভাষ চন্দ্র বসু থেকে আরো অনেক মহান বাঙ্গালী নেতাদের কথা উল্লেখ করেছেন , কিন্তু হিন্দু বাঙালির বিদেশী তকমা এঁটে দেওয়ার যে চেষ্টা চলছে তা নিয়ে রা কাড়ে ন নি ।এক কথায় যোগী জী ভোটারদের আকর্ষণ করতে পারেন নি বলে সর্বত্র আলোচনা করা হচ্ছে ।