লক্ষীপুর থেকে অসীম রায় 24 শে মার্চ —- অবশেষে টিকিট বঞ্চিত রাজদীপ গোয়ালা লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর পক্ষে মাঠে নামলেন তাও একেবারে দলবল নিয়ে । গতকাল আনুষ্ঠানিক ভাবে পূর্বের কংগ্রেস সমর্থকরা বিজেপি দলের খাতায় নাম লেখালেন ।
গতকালের বিরাট সংখ্যক কংগ্রেস কর্মী রাজদীপ গোয়ালা মহাশয়ের সম্মুখে বিজেপি দলে যোগযোগ দেওয়ার ফলে বিজেপি প্রার্থীর প্রচারের পালে হাওয়া যে বৃদ্ধি পাবে তা আর বলার অপেক্ষা রাখেনা। সূত্রের খবর এতদিন টিকিট হাতছাড়া হওয়ার ফলে স্বভাবতই মনে ঝটকা লেগেছিল , অনেকে বলতে শুরু করেছিলেন যে স্থানীয় ও বহিরাগত প্রশ্নে রাজদীপ স্থানীয় প্রার্থী কে প্রাধান্য দিতে পারেন । কিন্তু অবশেষে তিনি যে মত পালটে দিলেন তা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা দ্বন্দ্বে পড়ে গেছেন বলে খবর পাওয়া গিয়েছে । এদিকে গতকালের এই দলবল নিয়ে প্রচারে চলে আ