DIGITAL

May 30, 2023

APTCE 18538973148

সরিষা কুড়ি গ্রামে মহাজোটের নির্বাচনী সভা , সংখ্যালঘু সংখ্যাগুরু এক মঞ্চে

বিপ্লব কর চৌধুরী 24 শে মার্চ——- আজ কালা ইন উন্নয়ন খণ্ড এলাকার সরিষা কুড়ি গ্রামে মহাজোটের মনোনীত কংগ্রেস প্রার্থী খলিল উদ্দিন মজুমদার মহাশয়ের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব সহ মহাজোটের শরিক দলের নেতৃবৃন্দ ।আজকের এই ভীড়ে ঠাসা কর্মী সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো । সংখ্যালঘু সংখ্যাগুরু উভয় পক্ষের সাধারণ মানুষ যে এই সভায় উপস্থিত হয়েছেন তা রীতিমতো অবাক করার মতো ।নির্দিষ্ট সময়ের পর ও সাধারণ মানুষ যেভাবে ধৈর্য্য ধরে বসে ছিলেন তা মহাজোটের পক্ষে এক ধরনের মতামত প্রকাশ করার  নামান্তর বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমজনতার উপস্থিতি তে বক্তব্য রাখেন বিশিষ্ট সি পি আই এম নেতা কমরেড আবদুল জলিল , আইনজীবী আনসা রুল ইসলাম , তারা জনস্বার্থ বিরোধী বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে ঝাঁঝালো ভাষায়  বক্তব্য রাখেন , সভায় উপস্থিত প্রধান অতিথি সর্ব ভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব বিজেপি সরকারের দুমুখো নীতির বিরুদ্ধে সোচ্চার হন ।সভায় উপস্থিত মহাজোটের প্রার্থী খলিল উদ্দিন মজুমদার বলেন কাঠিগড়া র উন্নয়নের স্বার্থে জাতি ধর্ম নির্বিশেষে সবার সাহায্য সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন ।এখানে উল্লেখ্য যে স্থানীয় এক সামাজিক সংগঠন মহাজোটের প্রার্থী খলিল উদ্দিন মজুমদারের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন এবং তার প্রচারে এক জোট হয়ে ঝাপিয়ে পড়বেন বলে মত প্রকাশ করেন ।