DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

কাঠিগড়া বিজেপি দলে চোরা স্রোত ব ইছে , ঐক্যবদ্ধ কংগ্রেস-অভিমত

মনি শংকর পুর কায় স্থ   বি হাড়া  25 শে মার্চ—– সেই 1985 সনে কাঠিগড়া বিধানসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের সূর্য যে অস্তমিত হয়েছিল তা কংগ্রেস দল সেই অস্তমিত সূর্য কে  আর উদয় করতে পারেনি ।এবারএই 20 21 সনের বিধান সভা নির্বাচনের আগে কংগ্রেস দল যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে তা বিরোধী দল বিজেপির কাল হতে পারে বলে  রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। কংগ্রেস দল প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈনের ব্যর্থতা কে অর্থাৎ কাঠিগড়া র উন্নয়ন হয়নি বলে অভিযোগ বাজারজাত করে এক শক্ত অবস্থানে পৌঁছে গেছে বলে মনে হচ্ছে।

এই প্রতিবেদক জানিয়েছেন কাঠিগড়া তে কংগ্রেসের সূর্য উদয় হতে যেভাবে কংগ্রেস দল অন্তর্ঘাতে লিপ্ত হতে দেখা যেতো ঠিক সেই  একই ভাবে বিজেপি দলের মধ্যেই অন্তর্ঘাতে লিপ্ত হতে চলেছেন কিছু নেতা কর্মী এমনতর অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি কর্মী করেছেন ।তিনি আরও বলেছেন যেখানে উদ্বাস্তু হিন্দু বাঙালি দের জন্য বিজেপি”কা” আনার চেষ্টা করছে ঠিক সেই সময় কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের জনা কয়েক উদ্বাস্তু হিন্দু বাঙালি নেতা কংগ্রেসের সঙ্গে মাখামাখি করছেন যা বিজেপির প্রার্থীর জয়ের পরিপন্থী বলে মনে হচ্ছে ।

এখানে উল্লেখ্য যে  কাঠিগড়া বিধানসভা সমষ্টি র মোট ভোটারদের মধ্যে হিন্দু ভোটার সাত হাজার বেশি, কিন্তু এবার কংগ্রেস দল যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে  এবং তার সাথে যদি অন্তর্ঘাত  মিশে যায় তাহলে অস্তমিত সূর্য যে এবার উদয় হবে তা আর বলার অপেক্ষা রাখে না ।অবশ্য এখনও সময় আছে 2016 তে যেভাবে বিজেপি প্রার্থী অমর চাঁদ জৈনের বিরুদ্ধে দলের মধ্য থেকে  যে বিরোধিতা দেখা দিয়েছিল এবং পরবর্তীতে সেটা মিটেছিল ঠিক সেভাবেই যদি এবার অন্তর্ঘাত থেকে ফিরিয়ে আনা যায় তাহলে বিজেপি প্রার্থীর জয় সম্ভব হবে নতুবা মহাজোটের প্রার্থী খলিল উদ্দিন মজুমদারের বিজয় রথ আটকানো সম্ভব নয় বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ।তবে তার জন্য অপেক্ষা করতে হবে 2 রা মে পর্যন্ত ।