DIGITAL

December 3, 2023

APTCE 18538973148

মুখেশ পাণ্ডের সাংবাদিক সম্মেলন, কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার নিয়ে আলোচনা

নিজস্ব সংবাদদাতা লক্ষীপুর 25 শে মার্চ—— গতকাল লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের মহাজোটের মনোনীত কংগ্রেস প্রার্থী মুখেশ পাণ্ডে এক সাংবাদিক সম্মেলনে বলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস যে পাঁচটি গ্যারান্টি নিয়ে ভোট চাইছে তা আগামী দিনে বাস্তবায়ন হলে সাধারণ মানুষের কাজে আসবে ।তিনি বলেন এমনিতেই লক্ষীপুর কংগ্রেসের এক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।কংগ্রেসের আমলে এই এলাকার প্রভূত উন্নতি হয়েছে আগামী দিনে মহাজোটের সরকার গঠন হলে লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের উন্নয়ন ত্বরান্বিত করা হবে ।

আজকের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ পাল , লক্ষীপুর মণ্ডল কংগ্রেসের সহ সভাপতি অশোক জৈন, কার্তিক রায় , দ্বিজ মনি সিংহ প্রমুখ ।অভিজিৎ পাল বলেন লক্ষীপুর এলাকার বাসিন্দারা উন্নয়নের পক্ষে তাদের ভোট স্থানীয় প্রার্থী মুখেশ পাণ্ডে কে যে দিবেন