DIGITAL

December 5, 2023

APTCE 18538973148

বাংলা লিফলেট, চটে লাল অসমীয়া, পূর্ব গুয়াহাটি বিধানসভা কেন্দ্রে

পূর্ব গুয়াহাটি থেকে বিকাশ দাস 26 শে মার্চ—- 53 নং পূর্ব গুয়াহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী হিসেবে সিদ্ধার্থ ভট্টাচার্য কে মনোনয়ন প্রদান করা হয়েছে । এই বিধানসভা কেন্দ্রে প্রচুর বাঙালি ভোটার আছেন, তাদের ভোট পেতে দলীয় প্রার্থী নির্বাচনী প্রচার পত্র বাংলা ভাষায় মুদ্রিত করে ভোটারদের মধ্যে বিতরণ করতেই অসমীয়া ভাষী ভোটারদের মধ্যে তীব্র প্রতিবাদ উঠেছে ।

এই প্রতিবেদক জানিয়েছেন এই বিধানসভা কেন্দ্রের বাঙালি ভোটার গন নির্ণায়ক ভূমিকা বরাবরই পালন করে আসছেন, বিজেপির প্রতি হিন্দু বাঙালির এক গভীর টান যে    আছ সেটা উপলব্ধি করে ঐ কেন্দ্রের প্রার্থী বাংলা ভাষায় লিফলেট ছেপে বিলি করে তাদের ভোট আদায় করতে উঠেপড়ে  লাগতে দেখে ঐ কেন্দ্রের একাংশ অসমীয়া ভাষী ভোটার প্রকাশ্যে বলতে শুরু করলেন যে এটা কি বরাক উপত্যকা হয়ে গেছে কি?  এমনতর ভাষা বিদ্বেষী মনোভাব সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে ।এসব সংকীর্ণ মনোভাব পোষণ নিয়ে সচেতন মহল থেকে গভীর খেদ ব্যক্ত করা হয়েছে ।