অসীম রায়ের প্রতিবেদন লক্ষীপুর 27 শে মার্চ—– নির্বাচনের প্রাক্কালে লক্ষীপুর কংগ্রেস এক বিরাট ধাক্কা খেলো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।গতকাল লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের মহাজোটের কংগ্রেস মনোনীত প্রার্থী মুখেশ পাণ্ডে র কাকা বিজয় কান্ত পাণ্ডে আনুষ্ঠানিক ভাবে বিজেপি দলে যোগ দেন, কাছাড জেলার বিজেপি সভাপতি কৌশিক রাই তাকে বরন করে নেওয়ার পর সমগ্র লক্ষীপুর এলাকার কংগ্রেস সমর্থকরা বিরাট প্রশ্নের সম্মুখীন হয়েছেন ।
অনেক কে বলতে শুনা গেছে খোদ কংগ্রেস প্রার্থীর পরিবার থেকে যদি এভাবে দল ত্যাগ করতে দেখা যায় তাহলে কংগ্রেস প্রার্থীর জয় কি ভাবে সম্ভব হবে , এক কথায় গতকালের এই যোগ দান পর্ব আখেরে কংগ্রেসের যে প্রভূত ক্ষতি হবে সেটা টের পাওয়া যাচ্ছে। ঐ দিন উনার সাথে সানু রায় ও বিজেপি দলে যোগ দিয়েছেন ।