DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

বিজেপি দলে যোগ দিলেন বিজয় কান্ত পাণ্ডে, জোরদার চর্চা লক্ষীপুরে

অসীম রায়ের প্রতিবেদন লক্ষীপুর 27 শে মার্চ—– নির্বাচনের প্রাক্কালে লক্ষীপুর কংগ্রেস এক বিরাট ধাক্কা খেলো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।গতকাল লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের মহাজোটের কংগ্রেস মনোনীত প্রার্থী মুখেশ পাণ্ডে র কাকা বিজয় কান্ত পাণ্ডে আনুষ্ঠানিক ভাবে বিজেপি দলে যোগ দেন, কাছাড জেলার বিজেপি সভাপতি কৌশিক রাই তাকে বরন করে নেওয়ার পর সমগ্র  লক্ষীপুর এলাকার কংগ্রেস সমর্থকরা বিরাট প্রশ্নের সম্মুখীন হয়েছেন ।

অনেক কে বলতে শুনা গেছে খোদ কংগ্রেস প্রার্থীর পরিবার থেকে যদি এভাবে দল ত্যাগ করতে দেখা যায় তাহলে কংগ্রেস প্রার্থীর জয় কি ভাবে সম্ভব হবে , এক কথায় গতকালের এই যোগ দান পর্ব আখেরে কংগ্রেসের যে প্রভূত ক্ষতি হবে সেটা টের পাওয়া যাচ্ছে। ঐ দিন উনার সাথে সানু রায় ও বিজেপি দলে যোগ দিয়েছেন ।