DIGITAL

September 26, 2023

APTCE 18538973148

গৌতমের সভায় নজর কাড়া জন সমাবেশ , গতকাল বি হাড়া বাজারে

বিপ্লব কর চৌধুরী বি হাড়া 29 শে মার্চ—-নির্বাচনের তিন দিন পূর্বে গতকাল  গড়ের ভিতর জিপি র বি হাড়া বাজারে কাঠিগড়া বিধানসভা সমষ্টি র বিজেপি প্রার্থীর এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।কালা ইন বিজেপি মণ্ডলের সভাপতি নিত্য গোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী অনিল চন্দ্র দে, পঙ্কজ দেব , নিবাস দাস, জয় দীপ দেব, প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন ও উত্তম নাথ প্রমুখ।  । প্রত্যেক বক্তা উদ্বাস্তু হিন্দু বাঙালি দের ভবিষ্যৎ নিয়ে  আলোকপাত করে বক্তব্য রাখেন ।তারা ডি ভোটার সমস্যা নিয়ে সাধারণ মানুষ যে হেনস্থার শিকার হচ্ছেন তার হাত থেকে রক্ষা পেতে বিজেপি প্রার্থীর দৃষ্টি আকর্ষণ করেন ।

গতকালের সভায় বৃহত্তর গড়ের ভিতর জিপি সহ অন্যান্য এলাকার মানুষ যেভাবে এই নির্বাচন সভায় উপস্থিত হয়েছিলেন তা আগামী দিনের শুভ সঙ্কেত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিজেপি প্রার্থী গৌতম রায় সভার উপস্থিতি দেখে আপ্লুত হয়ে গিয়ে তার সেই স্বভাব সুলভ ভঙ্গিতে  বক্তব্য রেখে উপস্থিত জনসাধারণের মন কেড়ে নেন । তিনি বলেন আমি কাজের মানুষ , শিলচর শহরের বঙ্গ ভবন থেকে শুরু করে জেলা ক্রীড়া সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নতিতে অবদান রেখেছি  তথাপি সুস্মিতা দেব  তার এইসব অবদানসমূহ বেমালুম ভুলে গিয়ে আবোল তাবোল বকে ঘুরে বেড়াচ্ছেন । তিনি বলেন আর বেশি দিন নেই শকুনি বলে অভিহিত সুস্মিতা ঘরে উঠে যাবেন । গতকালের সভায় গৌতমবাবু রসিকতা করার সাথে সাথে উপস্থিত জনসাধারণ কে অনুরোধ করেন যে কাঠিগড়া বিধানসভা সমষ্টি র উন্নয়নের স্বার্থে সবাই মিলে বিপুল ভোটে  তাকে জয়ী করকরতে । বিগত দিনে যেভাবে সবার সাথে ছিলেন আগামী দিনে  ও পাশে থাকবেন বলে সভায় মত প্রকাশ করেন ।গতকালের সভায় বিশিষ্ট শিক্ষাবিদ রামেন্দ্র ধর সহ অন্যান্য বিজেপি সমর্থক গন উপস্থিত ছিলেন ।