DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

বড় খলা –কাঠিগড়া বিধানসভা সমষ্টি তে মেরুকরণের চিত্র পরিলক্ষিত হচ্ছে, বাধ সাধছে আবহাওয়া

বরাক নিউজ এক্সপ্রেস ব্যুরো—- গুরুত্ব পূর্ণ একুশের বিধানসভা নির্বাচনের দৃশ্যপট একদিকে প্রতিকূল আবহাওয়া অন্যদিকে করোনা র গেরো তে আচ্ছাদিত হয়ে পড়েছে। সব নিয়ম নির্দেশিকা মেনে ভোট পর্ব শুরু হতে মিনিট দশেক বিলম্ব হতে দেখা গেছে ।এদিকে করোনা নির্দেশিকা মেনে ভোটারদের ভোট দান করতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ মেনে চলতে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, দফায়  দবৃষ্টি পড়ছে লাইন ধরে দাঁড়িয়ে কতজন যে ভোট দিবেন তা নিয়ে প্রতিটি কেন্দ্রে চর্চা চলছে ।

বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন এবারের নির্বাচনে মূখ্য লড়াইয়ে সম্মুখ সমরে কংগ্রেস বিজেপি দল । সর্বত্র ভোটারদের হাবভাব দেখে মনে হচ্ছে নীরবে নিভৃতে মেরুকরণের ভোট হচ্ছে আর সেই ভোটে এখন  পর্যন্ত সকাল নয়টা নাগাদ  আবহাওয়া আরও প্রতিকূল হতে চলেছে ফলে ভোট দানের হার কতটুকু হবে সেটা নিয়ে বিশ্লেষণ করতে শুরু করেছেন সচেতন মহল ।বড় খলা থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন এই সমষ্টি র শুধু দক্ষিণ জেলা পরিষদ ছাড়া বাকি তিনটি জেলা পরিষদ এলাকায় মহাজোটের প্রার্থী র পক্ষে হাওয়া বইছে ।কয়েকটি জায়গায় নির্দিষ্ট সময়ের পর ভোট দান শুরু হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। অবশ্য সেটা পুষিয়ে নিতে অসুবিধা হবেনা বলে জানা গেছে ।সর্বোপরি দ্বিতীয় পর্বের ভোটে প্রতিকূল আবহাওয়া যে এক প্রতিবন্ধক সৃষ্টি করবে সেটা আর বলার অপেক্ষা রাখেনা ।এদিকে কাঠিগড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস বিজেপি সমান তালে চলছে , এত হাডডাহাডডি নির্বাচনের দৃশ্য অতীতে দেখা যায় নি বলে সচেতন মহল থেকে মন্তব্য শুনা যাচ্ছে । সব কিছু নির্ভর করবে প্রকৃতির উপর ।