DIGITAL

June 9, 2023

APTCE 18538973148

বুথ ফেরত সমীক্ষা, বড় খলা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী এগিয়ে, দিনভর চর্চা

বরাক নিউজ ডেস্ক 2 রা এপ্রিল—— খেলা হবে, খেলা হবে বলে গতকাল খেলা হয়ে গেলো, প্রতিকূল আবহাওয়ার মধ্যে এবং করোনা সংক্রান্ত নিয়ম নির্দেশিকা মেনে  দুই দলের খেলা শুরু  হতেই  ভোট প্রদানের হার কত হবে সে বিষয়ে  ভিন্ন ভিন্ন মত পোষণ করেন কর্মী সমর্থকরা । কিন্তু বেলা যত গড়িয়ে পড়ে আবহাওয়া ও অনুকূল হয়ে যায় শেষ পর্যন্ত বড় খলা বিধানসভা সমষ্টি তে 71.67%  ভোট পড়েছে ।

প্রাপ্ত তথ্য মতে বড় খলা বিধানসভা কেন্দ্রের বড় খলা উন্নয়ন খণ্ডে মোট বুথ কেন্দ্র 141 এবং ভোটার সংখ্যা 98,086  জন এবং শালচা পরা উন্নয়ন খণ্ডে মোট বুথ কেন্দ্র 84  এবং ভোটার সংখ্যা 57,690 জন । অর্থাৎ সর্বমোট বুথ কেন্দ্র 225 এবং ভোটার সংখ্যা  1,55,776  জন । এদিকে ভোট দানের হার যদি 71.67% হয় তাহলে  ভোট পড়েছে  মোট 1,11,644 টি ।বিভিন্ন বুথ ফেরত সূত্রে জানা গেছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় থাকা বুথ গুলিতে গড়ে 90-95%    ভোট পড়েছে অন্যদিকে সংখ্যা গুরু মিশ্রিত  এলাকায়  থাকা বুথ গুলিতে সংখ্যা গুরু ভোট গড়ে 80-82%  পড়েছে ।  সেই হিসেবে সংখ্যালঘু ভোট প্রদানের হার বেশি  এবং  তার সাথে  সংখ্যা গুরু কংগ্রেস ও  অন্তর্ঘাতে চলিপ্ত কিছু ভোট  কংগ্রেসের দিকে যে চলে গেছে তা  নিশ্চিত বলে আমাদের সংবাদদাতা গন জানিয়েছেন । যদি এমনটা হয় তাহলে কংগ্রেস প্রার্থী মিস বাহুল্ ইসলাম লস্কর বিশাল সংখ্যক ভোটের ব্যবধানে জয় যে হাসিল করবেন তা আর বলার অপেক্ষা রাখে না , তবে তার জন্য অপেক্ষা করতে হবে 2 রা মে পর্যন্ত ।