DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

কাঠিগড়া বিধানসভা কেন্দ্রে ও কংগ্রেসের জয় অনিবার্য হয়ে গেছে —- সমীক্ষা

কাঠিগড়া ও কালা ইন  প্রতিনিধির বিশেষ প্রতিবেদন 3 রা এপ্রিল—–  সমগ্র কাঠিগড়া বিধানসভা কেন্দ্রে সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে । কংগ্রেস -বিজেপি উভয় পক্ষের  কর্মী সমর্থকদের মধ্যে দিনভর আলোচনা শেষে গতকাল গভীর রাত পর্যন্ত হাটে বাজারে হিসাব কষার চিত্র চোখে পড়েছে ।কারো কাছে জোটের প্রার্থী এগিয়ে আবার কারো কাছে মহাজোটের প্রার্থী এগিয়ে আছেন । সূত্রের মতে কাঠিগড়া উন্নয়ন খণ্ডে থাকা মোট 108 বুথ কেন্দ্রের ভোটার সংখ্যা , 74, 744 জন এবং কালা ইন উন্নয়ন খণ্ড এলাকার বুথ কেন্দ্রের সংখ্যা 161 এবং ভোটার সংখ্যা 1,12,017 জন , অর্থাৎ মোট ভোটার সংখ্যা 1,86,761  জন । এই বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে 73.41% সেই হিসেবে মোট ভোট দিয়েছেন 1,37,101 জন ভোটার ।

বরাক নিউজ এক্সপ্রেস  প্রতিনিধি গন বিভিন্ন বুথ থেকে যে তথ্য সংগ্রহ করেছেন তাতে দেখা গেছে মুসলমান অধ্যুষিত বুথ কেন্দ্রে গড়ে 95% ভোট পড়েছে ।অন্যদিকে হিন্দু অধ্যুষিত এলাকায় থাকা বুথ গুলিতে 85% ভোট পড়েছে ।সেই হিসেবে সংখ্যালঘু ভোটার দের সাথে মহাজোটের প্রার্থী খলিল উদ্দিন মজুমদারের ঝুলিতে হিন্দু ভোটার প্রায় দশ থেকে বারো হাজার ভোট চলে গেছে বলে অনুমান করা হচ্ছে ।এখানে উল্লেখ্য যে বিগত বিধানসভা নির্বাচনের ফলাফল মতে কংগ্রেসের ঝুলিতে পড়া ষোলো হাজার ভোটের অধিকাংশ ভোট মহাজোটের পক্ষে যে গিয়েছে তা নিশ্চিত হয়ে পড়েছে বিভিন্ন কারণে ।এদিকে বিজেপি প্রার্থী গৌতম রায় ও  হিন্দু ভোটারদের মধ্যে আবেগ সৃষ্টি করে ভোট টানতে সক্ষম হয়েছেন , এখানে উল্লেখ্য  যে কাঠিগড়া বিধানসভা সমষ্টি বিজেপির এক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হয়ে আসছে তাই প্রথম দিকে গৌতমের  অবস্থান মজবুত পর্যায়ে চলে গেছে বলে মনে করা হলেও পরে সেটাতে বাধ সাধে দলীয়  অন্তর্ঘাত , এমনটাই চাউর হতেই সেটা পুষিয়ে নিতে দৌড়ঝাঁপ পরিলক্ষিত হয়েছে । কতটুকু কি হয়েছে তা জানতে এক মাস অপেক্ষা করতে হবে । এদিকে গতকাল থেকে সমগ্র কাঠিগড়া বিধানসভা   এলাকায় একটি কথা চাউর হয়েছে যে বিজেপি প্রার্থী গৌতম রায় সাত থেকে আট হাজার সংখ্যালঘু ভোট নিজের ঝুলিতে পুরে নিয়েছেন । এসব কথা শুনে জনৈক  নাম প্রকাশে অনিচ্ছুক এক সংখ্যালঘু সমাজ সেবি বলেন যে  কাঠিগড়া বিধানসভা এলাকার সংখ্যালঘু দের ভোট রাখার জায়গায় কি আকাল দেখা দেখা দিয়েছে যে এবারের নির্বাচনে সংখ্যালঘু গন বিজেপি কে ভোট দেবেন , তবে হ্যাঁ হাজার দুয়েক ভোট নিতে পারেন  গৌতমবাবু হিসেবে বিজেপি বলে নয় । সব মিলিয়ে একটা আভাস পাওয়া গেছে  ন্যুনতম ভোটের ব্যবধানে জয় যে হাসিল করবেন মহাজোটের প্রার্থী খলিল উদ্দিন মজুমদার সেটা বুথ ফেরত সমীক্ষা বলছে ।