নিজস্ব সংবাদদাতা জাগী রোড 5 ই এপ্রিল—— জাগী রোড বিধানসভা কেন্দ্রে সম্প্রতি বিজেপি প্রার্থী মন্ত্রী পীযূষ হাজা রিকা মহাশয়ের পত্নী নির্বাচন প্রচারে এসে কা নিয়ে যে মন্তব্য করেছেন , সেই ভিডিও ক্লিপ কে এডিটিং করে মন্ত্রী পীযূষ হাজা রিকা র বিরোধী পক্ষ যে অপ প্রচার চালাচ্ছেন তা রীতিমতো বিদ্বেষ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন সারা আসাম বাঙালি সুরক্ষা সমিতির জাগী রোড বিধানসভা এলাকার সভাপতি রাজকুমার মজুমদার , এক সংবাদ সম্মেলন করে তা খণ্ডন করেছেন ।