ফখরুল ইসলাম লস্কর বড় খলা 4ঠা এপ্রিল—- -শিলচর – জয়ন্তীয়া সড়কের ইনডেন বট লিং প্ল্যান্ট এলাকায় যানজট নিত্য নৈমিত্তিক হয়ে গেছে । এমনিতেই ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ গাড়িতে করে ও পায়ে হেঁটে চলাচল করেন ।কিন্তু বর্তমানে এই এলাকায় সিলিন্ডার বহন কারী লরি , গ্যাস ট্যাঙ্কার এমন ভাবে পার্কিং করে রাখা হয় তাতে পথচারীদের বিরাট অসুবিধার সম্মুখীন হতে হয় ।বিশেষ করে ছাত্র ছাত্রীদের ও মহিলাদের অসুবিধা হয় ।এদিকে দু তিন লাইন করে গাড়ি গুলো দাড়িয়ে থাকার ফলে বাইক নিয়ে যাওয়া অসম্ভব হয়ে গেছে ।
এখানে উল্লেখ্য যে আই ও সি কতৃপক্ষ তাদের গাড়ি গুলো ভিতরে পার্কিং করার ব্যবস্থা করা সত্ত্বেও কেন এই সব গাড়ি গুলো ভিতরে ঢুকে না তা নিয়ে প্রশ্ন উঠেছে ।কতৃপক্ষ ও এই বিষয়ে অবগত নন কি? এই নিয়ে সচেতন মহল থেকে অভিযোগ করা হচ্ছে। বিগত বিধানসভা নির্বাচনের আগের দিন রাতে বড় খলা উজান গ্রামের নিকটে এই গ্যাস ট্যাঙ্কার রাস্তার উপর পার্কিং করে রাখার ফলে এক ভ্যান গাড়িতে অপর দিক থেকে আসা আরো একটি গাড়ির সংঘর্ষ হয় ফলে ভ্যানের চালক ও আরোহী জখম হন , এবং গাড়ি দু’টি বড় খলা থানায় নিয়ে যাওযাও পাওয়া গেছে ।এমনতর ঘটনা যদি ঘটে তাহলে ভবিষ্যতে আরও বেশি করে দূর্ঘটনা যে হবে না তার নিশ্চয়তা নেই , তাই ব্যস্ততম এই রাস্তায় যাতে গ্যাস সিলিন্ডার বহন কারী লরি ও ট্যাঙ্কার অবৈধভাবে পার্কিং যাতে না করতে পারে তার জন্য বড় খলা পুলিশের কাছে জোরালো দাবি জানিয়েছেন এই এলাকার বিশিষ্ট ব্যক্তি গন ।এখানে উল্লেখ্য যে এই যানজটের বিষয়ে পূর্বে ও সংবাদ মাধ্যমে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন ।কিন্তু কোন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করেন নি কতৃপক্ষ ।