গুয়াহাটি থেকে বিকাশ দাস 9 ই এপ্রিল—– ভোট গণনা এখনো হয়নি, বিধায়ক কেনা বেচার আশঙ্কা রয়েছে এমন খবর কানে আসতেই এ আই ইউ ডি এফ সভাপতি নিজ দলের 19 জন্ প্রার্থী কে আগাম পাঠিয়ে দিলেন রাজস্থানের এক রিসর্টে , যেন তেন রিসর্ট নয় পাঁচ তারা হোটেল সদৃশ বিলাস বহুল রিসর্টে।
সূত্রের খবর এ আই ইউ ডি এফ সভাপতি মৌলানা আজমল সাহেব এতটাই নিশ্চিত যে তাঁর দলের ঊনিশ জন বিধায়ক জয়ী হবেন , এদিকে মিত্র জোট সরকার গঠনের অবস্থায় যে নেই সেটা টের পেয়ে গেছেন , রাজনীতি বলে কথা এখানে সব সম্ভব হয় , ঘোড়া কেনা বেচা করে যে সরকার গঠন করা যায় সেটা নিয়ে ভূরি ভূরি উদাহরণ আছে । একুশের বিধানসভা নির্বাচনের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন এখানে মহাজোট আর মিত্র জোট কোন জোট যে স্বস্তি তে নেই সেটার আভাস পাওয়া গেছে । তাই বিচক্ষণ হেমন্ত বিশ্ব শর্মা যে ঘোড়া কেনা বেচার হাট যে বসাবেন না এমনটা জেনে গেছেন মহাজোটের শরিক দলের নেতৃবৃন্দ ।তাই ভোট গণনা করতে এখনো একুশ দিন বাকি থাকতে নিশ্চিত জয়ী হবেন এমন প্রার্থী দের রাজ্যের বাহিরে পাঠানো হচ্ছে । এনিয়ে আজ সারাদিন ধরে রাজনৈতিক বিশেষজ্ঞরা চুল চেরা বিশ্লেষণ শুরু করেছেন ।সূত্রের মতে বিচক্ষণ হেমন্ত বিশ্ব শর্মা বেশ কিছু প্রার্থীর সাথে যোগাযোগ করেছেন বলে খবর চাউর হতেই মহাজোটের নেতারা আশঙ্কায় পড়ে গেছেন , এদিকে নির্বাচনের পরপরই হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরা চলে যাওয়ায় সেই আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে । তবে সব কিছু ঠিকঠাক থাকলে 2 রা মে খেলা শুরু হবে ।