নিজস্ব সংবাদদাতা 13 ই এপ্রিল শিলচর—- এতদিন খেলা হবে নিয়ে ব্যস্ত ছিলেন সবাই , করোনা কে দূরে সরিয়ে রেখে । এখন হঠাৎ করে বরাক উপত্যকা তে যেভাবে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে তা রীতিমতো উদ্বেগজনক বলে মনে হলেও সাধারণ মানুষের কাছে এখন আর সেই ভয় নেই বললেই চলে , নুন আনতে পান্তা ফুরায় সেসব মানুষের কাছে করোনা এখন ঘা ঘেষা হয়ে গেছে ।
সাধারণ মানুষের অভিমত, রাজনৈতিক ময়দানে করোনা সংক্রান্ত নিয়ম নির্দেশিকা যেখানে মানা হচ্ছে না সেখানে সাধারণ মানুষের উপর কেন সেই নির্দেশ ঠেলে দেওয়া হচ্ছে । যেখানে ভ্যাকসিন বের হয়ে গেছে সেখানে কিসের এত ভয় ।তাদের মতে ভ্যাকসিন নেওয়ার পর করোনা সংক্রমণ হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে , তাই সাধারণ মানুষ ধীরে ধীরে এই পথ মারতে অনীহা প্রকাশ করছেন । তবে হ্যাঁ প্রতিরোধ মূলক ব্যবস্থা হিসেবে মাস্ক পরিধান করতে মত প্রকাশ করেছেন । আজ শিলচর শহরের চৈত্র সেলের বাজারে 25% শতাংশ মানুষ মাস্ক পরিধান করার দৃশ্য পরিলক্ষিত হয়েছে । এদিকে গুজবে ছয়লাপ হয়ে গেছে যে 14 এপ্রিল থেকে লক ডাউন ঘোষণা করা হতে পারে । এদিকে আগামী কাল থেকে ইসলাম ধর্র্মীয় মানুষের রমজান মাস শুরু হবে এই সময় লক ডাউন ঘোষণা হলে বেকায়দা র সম্মুখীন হবেন সংখ্যা লঘু মানুষ বলে মত প্রকাশ করেছেন জনৈক ব্যক্তি ।